Connect with us
ক্রিকেট

শান্ত-মুশফিকের পর এবার হৃদয়কে ঘিরে দুঃসংবাদ

Towhid Hridoy
তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

সম্প্রতি একের পর এক সিরিজ হারে ব্যর্থতার জালে জড়িয়ে আছে বাংলাদেশ দল। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে ইনজুরি। ইনজুরির কারণে একের পর এক ক্রিকেটার ছিটকে যাচ্ছেন দল থেকে। শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। এরপর ইনজুরির কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার তাঁদের সঙ্গে নিজের নাম লেখালেন তাওহীদ হৃদয়।

গতকাল (বুধবার) নিজের জন্মশহর বগুড়াতে অনুশীলনের সময় পায়ে চোট পান তাওহীদ হৃদয়। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরের আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাঁকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এদিকে তাওহীদ হৃদয়ের ইনজুরির বিষয়টি দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির এক নির্বাচক।

বিসিবির এই নির্বাচক বলেন, ‘তাওহীদের হাসপাতাল থেকে মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। রিপোর্ট জানার পরেই পরবর্তী সিদ্ধান্ত নিবে বোর্ড।’

আরও পড়ুন:

» সর্বনিম্ন রানে অলআউটের লজ্জাজনক রেকর্ড গড়ল শ্রীলঙ্কা

» চ্যাম্পিয়ন্স ট্রফি : নাটকীয়তার অবসান ঘটিয়ে কাল আসতে পারে সিদ্ধান্ত

এদিকে সফরের শুরুতে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। কিন্তু ইনজুরি গুরুতর হওয়ায় পরবর্তীতে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। একইভাবে শান্তও শুরতে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান। পরবর্তীতে ওয়ানডেতে খেলা নিয়েও শঙ্কা জেগেছে। শান্তর মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে বিসিবি। যে কারণে এখনো ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়নি। সেইসঙ্গে তাওহীদ হৃদয়ের রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছে বোর্ড।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে আগামী ৩০ নভেম্বর জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট খেলতে নামবে টাইগাররা। এরপর আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর যথাক্রমে প্রথম, দ্বিটিয় ও তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫,১৭ ও ১৯ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট