Connect with us
ক্রিকেট

তামিম-মিরাজদের পর এবার বেইলি রোড ঘটনায় শোক জানাল বিসিবি

বেইলি রোডে অগ্নিকাণ্ড সংঘটিত ভবন ও বিসিবির লোগো। ছবি- সংগৃহীত

ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ লিপ ইয়ার বা অধিবর্ষ। প্রতি চার বছর পর পর আসে এই বিশেষ দিন। তবে এই বিশেষ দিনেই ঘটেছে এমন এক হৃদয়বিদারক ঘটনা যা স্তব্ধ করে দিয়েছে দেশবাসীকে। 

রাজধানীর বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজ’ নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন অনেকে। নিহতদের প্রতি শোক জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক  তামিম ইকবাল, মুশফিক, মিরাজ, তাসকিনসহ অনেক ক্রিকেটাররাই। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।

টাইগার ক্রিকেটারদের পর এবার বেইলি রোড ট্র্যাজেডি নিয়ে শোক প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত-আহতদের প্রতি শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেইজে একটি পোস্ট করেছে তারা। সেখানে লিখেছে, ‘বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমবেদনা জানাচ্ছে।’

এর আগে এই ঘটনায় সোশ্যাল মিডিয়া পোস্ট করে শোক প্রকাশ করেছিল তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদসহ আরও একাধিক জাতীয় দলের ক্রিকেটার।

আরও পড়ুন: ক্যামেরুন গ্রিনের ১৭৪ রানে বড় লিড পেল অস্ট্রেলিয়া

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৪/এমএস/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট