বাংলাদেশের মহান বিজয় দিবসের সকালেই সেন্ট ভিনসেন্টে থেকে জয়ের সুখবর দিয়েছিল লিটন-মাহেদীরা। এবার ছেলেদের পাশাপাশি দেশের নারী ক্রিকেটও বিজয়ের রঙে রাঙালো দেশকে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এবারের ২০২৪ অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের। যেখানে বায়ুমাস ক্রিকেট ওভালে শ্রীলঙ্কাকে ২৮ রানে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করলো বাংলাদেশ। আর এই জয়ে জুনিয়র নারী এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার পথ সুগম করে ফেলল বাংলার মেয়েরা।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এদিন ম্যাচের পরিধি কমে আসে ১৭ ওভারে। যেখানে আগে ব্যাট করে ১২৩ সংগ্রহ করতে সক্ষম হয় লাল সবুজের প্রতিনিধিরা। মাঝারি সংগ্রহ তাড়া করতে নেমে ১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৪ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। এতে করে সুপার ফোরের দৌড়ে পিছিয়ে পড়ল তারা।
আরও পড়ুন:
» গোল্ডেন ডাকের ম্যাচেও লিটন গড়লেন নতুন রেকর্ড
» ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিজয়ের সকাল রাঙালো বাংলাদেশ
এদিন টার্গেট পূরণ করতে নেমে ৫৮ রানেই ৫ উইকেট হারায় লঙ্কানরা। ষষ্ঠ উইকেটে রাশমিকা সেওয়ান্দি ও দাহামি সানেথমা গড়েন ২৫ বলে ২৫ রানের জুটি। তবে তা যথেষ্ট ছিল না ম্যাচ বাঁচাতে। এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সাদিয়া আকতার। আর বল হাতে ৩ উইকেট শিকার করেন সুমাইয়া আকতার।
৬ দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ভাগ হয়ে চলছে খেলা। যেখানে বাংলাদেশের গ্রুপের শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে স্বাগতিক মালয়েশিয়া। অপর গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সুপার ফোর। যেখান থেকে সেরা দুই দল যাবে ফাইনালে।
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৪/এফএএস