Connect with us
ক্রিকেট

ব্যাটারদের ব্যর্থতার পর দ্রুত ৫ উইকেট তুলে নিয়েছে বোলাররা

Bangladesh vs Srilanka 1st Test Day 2
বোলারদের কল্যাণে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনেই রয়েছে শ্রীলঙ্কা। দিনশেষে ২১১ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা। তবে দ্বিতীয় ইনিংসে দ্রুত ৫টি উইকেটে তুলে নিয়ে কিছুটা স্বস্তিতে থাকবে নাজমুল হোসেন শান্তর দল।

আজ শনিবার (২৩ মার্চ) সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২৪৮ রান পিছিয়ে থেকে আজ ব্যাটিং শুরু করেছে আগের দিনে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলাম।

প্রথম দিনের শেষদিকে ১০ ওভার ব্যাট করে ৩২ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। আজও ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। তাইজুল এক প্রান্তে দাঁড়িয়ে রান তুলে গেলেও অপর প্রান্তে আসা যাওয়ার মধ্যেই থাকেন বাংলাদেশের ব্যাটাররা।

দলীয় ৫৪ রানের দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ১২ রান করে লাহিরু কুমার বলে ক্যাচ দিয়ে ফিরে যান জয়। এরপর শাহাদাত হোসেন দীপু তাইজুলকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ১৮ রান করে ফিরে যান।

দীপু আউট হওয়ার পর লিটন দাস ও তাইজুলের জুটিতে কিছুটা আশার আলো দেখে টাইগাররা। তবে ১২৪ রানের মাথায় ২৫ রান করে ফিরে যান লিটন। এরপর তাইজুল ইসলাম ৪৭ রান করে ফিরে গেলে শেষদিকে খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের ৪০ রানের জুটিতে ১৮৮ রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। একপাশে দিমুথ করুনারত্নে অর্ধশতক তুলে নিলেও অপর প্রান্তে আসার যাওয়ার মধ্যে থাকে মেন্ডিস-ম্যাথিউজরা। দিনশেষে ৫ উইকেটে হারিয়ে ১১৯ তুলেছে লঙ্কানরা। সবমিলিয়ে ২১১ রানে এগিয়ে রয়েছে ধনাঞ্জয়া ডি সিলভার দল।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ২টি এবং শরিফুল, তাইজুল ও মিরাজ ১টি করে উইকেট শিকার করেছেন।

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে ফিরছেন সাকিব!

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট