Connect with us
ক্রিকেট

আইপিএলের পর এবার বিশ্বকাপেও অনিশ্চিত মোহাম্মদ শামি

Mohammad Shami
মোহাম্মদ শামি। ছবি- সংগৃহীত

চোটের কারণে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে আছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। দক্ষিণ আফ্রিকা সিরিজ, ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং চলমান ইংল্যান্ড সিরিজের পর এবারের আইপিএলও মিস করছেন গুজরাট টাইটান্সের এই পেসার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

চোট থেকে সেরে উঠতে শামির গোড়ালিতে অস্ত্রোপচার করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) লন্ডনের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন শামি।

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতালের বিছানা থেকে কয়েকটি ছবি পোস্ট করে শামি লিখেছেন, ‘সবেমাত্রই আমার একিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে, তবে দ্রুতই উঠে দাঁড়াতে চাই। সবার প্রতি ভালোবাসা।’

Mohammad Shami  had a successful heel operation

শামির গোড়ালিতে সফল অস্ত্রোপচার সম্পন্ন। ছবি- সংগৃহীত  

অস্ত্রোপচারের পর সেরে উঠতে অনেকদিন সময় লাগবে শামির। যার ফলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে কাটাতে হবে তাকে। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে কত সময় লাগবে তা এখনো নিশ্চিত নয়। এর ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা জেগেছে।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হলে গত ওয়ানডে বিশ্বকাপের সেরা বোলারকে ছাড়াই বিশ্বকাপ যাত্রা শুরু করতে হবে রোহিত শর্মাদের।

আরও পড়ুন:  আইপিএলের আগেই মাঠে ফিরলেন হার্দিক পান্ডিয়া 

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট