Connect with us
ফুটবল

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মাঠে নামতে যাচ্ছেন নেইমার

Neymar Junior
নেইমার জুনিয়র। ছবি- নেইমার

ক্যারিয়ারের শুরু থেকে ইনজুরির সঙ্গে লড়াই করে চলেছেন নেইমার জুনিয়র। দীর্ঘ এক বছরেরও বেশি সময় চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন এই তারকা ফুটবলার। অপেক্ষার অবসান ঘটিয়ে আল হিলালের জার্সিতে আজ রাতে মাঠে নামতে যাচ্ছেন নেইমার, এমন বার্তাই দিয়ে রেখেছে সৌদি ক্লাব।

গেল শুক্রবারেই আল হিলাল কোচ জর্জ জেসুস সুখবর দিয়ে রেখেছিলেন নেইমার ভক্তদের জন্য। তখন তিনি জানিয়েছিলেন ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট আছেন নেইমার। পরবর্তী ম্যাচে অআল আইনের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ান তারকাকে। আজ রাতেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে হিলাল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেইমারের একটি ভিডিও পোস্ট করে বিষয়টি আবারও জানিয়েছে হিলাল। যেই ভিডিওতে মাঠে ফেরা প্রসঙ্গে নেইমার বলেন, ‘কেউ একজন ফিরে আসছে। আমি জানি, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও তাই। ২১ অক্টোবর, আমি আবার মাঠে ফিরছি।’

আজ ২১ অক্টোবর রাত ১০টায় আল-আইনের বিপক্ষে খেলবে নেইমারের দল আল হিলাল। তবে শুরুর একাদশে নাকি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে দেখা যাবে নেইমারকে তা দলের পরিকল্পনার উপর নির্ভর করে বলে জানিয়েছিলেন জেসুস। ম্যাচের আগে দলের সঙ্গে কঠোর অনুশীলন করতে দেখা গেছে নেইমারকে।

আরও পড়ুন:

» মিরপুর টেস্টের প্রথম দিনসহ আজকের খেলা (২১ অক্টোবর ২৪)

» ক্রিকেটসাকিব ইস্যুতে বিভক্ত ক্রিকেটপ্রেমীরা, অস্থিতিশীল পরিস্থিতির দায় কার?

» সিপিএল ক্যারিয়ারের সমাপ্তি চ্যাম্পিয়ন ব্রাভোর

সম্প্রতি খেলাধুলা বিষয়ক এনআর স্পোর্টসের ইউটিউবে দেয়া এক সাক্ষাৎকারে চোট প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হলো ফুটবল খেলা। প্রতিদিন যখন আমি খেলতে পারছি না, সেটা আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। মাঠের বাইরে এই দূরত্বই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।’

এর আগে গতবছর পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তবে চোটে পড়ার আগে সেখানে মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এরপর হিলালের ক্যাম্পেই এতদিন পুনর্বাসন করেছেন নেইমার। যদিও চিকিৎসাজনিত সব পরামর্শ এসেছে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের কাছ থেকে।

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল