গতকাল আবুধাবি টি-টেন লিগের উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। এই ম্যাচ শুরুর কিছু ঘন্টা আগেই ঘোষণা এসেছিল দলকে নেতৃত্ব দেবেন এই টাইগার অলরাউন্ডার। নিজেদের প্রথম ম্যাচে মরিসভিল স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটে পরাজিত হয় বাংলা টাইগার্স।
এদিন ম্যাচ জিততে না পারলেও মাঠের খেলায় দারুন পারফরম্যান্স দেখিয়েছিলেন সাকিব। টার্গেট ডিফেন্ড করতে নেমে বোলিংয়ে দারুন করেন সাকিব। বল হাতে ২ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। এছাড়া অসাধারণ কিছু ফিল্ডিংয়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ রান বাঁচান সাকিব।
এদিন প্রতিপক্ষকে দেওয়া ১০৭ রানের লক্ষ্য দেয়ার পর বোলিংয়ে তেমন কার্যকরী হয়ে উঠতে পারেননি দলের অন্যতম লেগ স্পিন বোলার রশিদ খান। খরুচে ছিলেন সবাই। যার বিপরীতে বেশ ভালো করেছেন বেশ অনেক দিন মাঠের বাইরে থাকা সাকিব। তাই এই টাইগার অলরাউন্ডারকে নিয়ে প্রশংসা ঝরিয়েছেন দলের প্রধান কোচ ইউনিস খান।
ম্যাচ শেষে ইউনিস সাকিবের প্রশংসায় বলেন, ‘সাকিব যেভাবে অধিনায়কত্ব করল, তা অসাধারণ। যেভাবে বল করেছে, যেভাবে ফিল্ডিং করেছে দারুণ ছিল সবকিছু। প্রথম ম্যাচে বেশ ভালো এফোর্ট দিয়েছে সে। আমার কাজ অনেক সহজ, কারণ এখানে সাকিব আছে। আমার অনেক বেশি কাজ করতে হচ্ছে না সে এখানে থাকায়।’
আরও পড়ুন:
» ভারতে যাচ্ছেন মেসি, বাংলাদেশে কি আসবেন?
» আইপিএল-২০২৫ নিলাম : কবে কখন? সরাসরি দেখবেন যেভাবে
ম্যাচ হারলেও ফলাফল নিয়ে বিচলিত নন তিনি, ‘ম্যাচ জেতা শুরু করলে সে আরও উপভোগ করবে বলে আশা করছি। ফলাফল আমাদের পক্ষে আসেনি। তবে ম্যাচটা ভালো ছিল। প্রথম ম্যাচে মাঝেমধ্যে আপনি কিছুটা নার্ভাস হয়ে যাবেন। শেষ দিকে আমরাও কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলাম। খারাপ ম্যাচ ছিল না, ফলটা আমাদের পক্ষে আসেনি।’
আগামীকাল আবুধাবি টি-টেন লিগে নিউ ইয়র্ক স্ট্রাইকসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে সাকিবের বাংলা টাইগার্স। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে সেই ম্যাচ। সেই ম্যাচ সামনে রেখে দলের কম্বিনেশন আরও ভালো ভাবে তৈরি করতে চান ইউনিস। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সাকিব, এমনটাই মনে করেন তিনি।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/এফএএস