Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে ‘টাইমড আউট’ কান্ডের পর আবার মুখোমুখি সাকিব-ম্যাথিউস

Shakib-Mathews
বিশ্বকাপে ‘টাইমড আউট’ কান্ডের পর আবার মুখোমুখি সাকিব-ম্যাথিউস। ছবি- সংগৃহীত

বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দুই দিনের সফরে বর্তমানে অবস্থান করছেন দুবাইয়ে। গতকাল (২ ডিসেম্বর) আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স এর জার্সি গায়ে মাঠে দেখা যায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। গতকাল রাতে বাংলা টাইগার্স-নর্দার্ন ওয়ারিয়র্স ম্যাচটি সাকিব মাঠে বসে উপভোগ করেন। সেখানে তার সঙ্গে দেখা হয় বিশ্বকাপে টাইমড আউট হয়ে তুমুল আলোচনার জন্ম দেয়া অ্যান্জেলো ম্যাথিউসের।

তখন মাঠে লড়াই করছে সাকিবের দল বাংলা টাইগার্স এবং ম্যাথিউসের নর্দার্ন ওয়ারিয়র্স। হঠাৎ ম্যাচ চলাকালীনই ক্যামেরার লেন্স গিয়ে পড়ে অ্যান্জেলো ম্যাথিউসের দিকে। তখন সতীর্থের সাথে হাসতে হাসতে কথা বলতে দেখা যায় এই লংকান অলরাউন্ডারকে। পরক্ষণেই ক্যামেরার লেন্স গিয়ে থামে সাকিবের দিকে, বিষয়টি বুঝতে পেরে সাকিবও আর হাসি ধরে রাখতে পারেননি।

মূলত ওয়ানডে বিশ্বকাপে হওয়া টাইমড আউট ঘটনার পর এই প্রথম এক ক্যামেরায় ধরা পড়লেন এই দুই ক্রিকেটার। দু’জনই অবশ্য দুটি ভিন্ন দলকে প্রতিনিধিত্ব করছেন। যদিও আঙুলে পাওয়া চোটের কারণে এবারের আসরে খেলছেন না সাকিব আল হাসান। শুধু ফ্র্যাঞ্চাইজিটির সাথে চুক্তিবদ্ধ থাকার কারণে দলের আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নিতে সাকিবের হঠাৎ এই দুবাই সফর। দলকে অনুপ্রেরণা দিতে গতকাল তাই মাঠে বসে খেলাও উপভোগ করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

গত আসরে বাংলা টাইগার্সের হয়ে আসরের সবগুলো ম্যাচেই খেলেছিলেন সাকিব। দলের অন্যতম সেরা পারফরমারও ছিলেন তিনি। কিন্তু এবার বিশ্বকাপে আঙুলে চোট পেয়ে বাংলাদেশের হয়ে নিউজিল্যান্ড সিরিজ মিস করার সাথে সাথে টি-টেন লিগেও খেলতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক।

 

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার সামনে বাংলাদেশের রানের পাহাড়

ক্রিফোস্পোর্টস/০৩ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট