Connect with us
ক্রিকেট

শিক্ষার্থীদের বিজয়ের পর যে বার্তা দিলেন এবাদত-শরিফুল-সোহানরা

After the victory of the students, the message given by Ebadat-Shoriful-Sohan
সরকারের পদত্যাগের পর বার্তা দিয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। ছবি- সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। দেশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আজ (৫ আগস্ট) সোমবার রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দিয়ে দেশত্যাগ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী। এরপরই বিজয় উল্লাসে মেতেছে দেশের জনগণ। শহর ও গ্রামের প্রতিটি রাস্তায় বিজয় উল্লাস করছে সকল বয়সের মানুষজন।

বিজয়ের এই উৎসাহ-উদ্দীপনা দেশের ক্রিকেটারদের মাঝেও দেখা গেছে। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে বিজয়ের অনুভূতি প্রকাশ করেছেন অনেকেই।

সরকার পতনের পরেই জাতীয় দলের পেসার এবাদত হোসেন এক পোস্ট করে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ। আজ স্বাধীন।’ জাতীয় দলের আরেক পেসার শরিফুল ইসলাম বাংলাদেশের জার্সিতে উদযাপনের ভঙ্গিতে একটি ছবি পোস্ট করে বিজয়ের ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন:

» আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম : রুবেল হোসেন

» আবু সাঈদ এবং মুগ্ধকে স্মরণ করে তানজিম সাকিবের বার্তা

উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান এই আন্দোলনের সফলতার পেছনে শিক্ষার্থীদের পুরো ক্রেডিট দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশে ভবিষ্যতে আর কাউকে নায়ক বা সুপারস্টার বলবেন না। শুধুমাত্র এই ছাত্ররা আমাদের নায়ক এবং সুপারস্টার। আমি আবারও বলছি, এই উপাধির যোগ্য তারা ছাড়া আর কেউ নয়। এছাড়া এই ঐতিহাসিক আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমাদের জনগণকে ধন্যবাদ।’

আফিফ হোসেন ধ্রুব লিখেছেন, শিক্ষার্থীদের ক্ষমতা। সঙ্গে বাংলাদেশের পতাকা এবং স্যালুটের ইমোজি ব্যবহার করেছেন। এই ঐতিহাসিক দিনে রুবেল দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। এরপর তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’

ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট