টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে বাংলাদেশ খেলেছে সুপার এইট পর্যন্ত। যেকোনো কিছু বিবেচনায় একটি টাইগারদের বৈশ্বিক এই টুর্নামেন্টে সেরা সাফল্য। তবে সুযোগ ও প্রত্যাশার কথা মাথায় রাখলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এই বাংলাদেশ দল অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে বলে মনে হবে। তবে বিশ্বকাপ যাত্রার ইতি টেনে আগামীকাল সকালেই দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামীকাল শুক্রবার সকাল ৮টা নাগাদ ঢাকায় ফিরবেন বিশ্বকাপে উদ্দেশ্যে যাওয়া ক্রিকেটাররা। তবে টিকেট সংক্রান্ত জটিলতায় দুইজন ক্রিকেটার আসবেন পরের দিন। সেই দুইজন ব্যতীত বাকি সবাই ২৮ জুন সকালে দেশে ফিরবেন এমনটাই নিশ্চিত করেছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফিস।
দেশের এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাহরিয়ার নাফিস জানিয়েছেন, ‘শুক্রবার সকালে ক্রিকেটাররা ফিরছে। সবাই একসঙ্গেই ফিরছে তবে একদিন প্লাস-মাইনাস আছে। দুইজন মনে হয় একদিন পরে আসছে। এখানে ব্যক্তিগত কিছু নাই, টিকিটের প্রাপ্তি সাপেক্ষে একদিন পরে দুইজন আসছে।’
তবে ক্রিকেটাররা দেশে ফিরলেও দলের কোচিং স্টাফের সদস্যরা ক্যারিবিয়ান থেকেই ফিরবেন যার যার বাড়ি। বিশ্বকাপ শেষেই ছুটিতে যাচ্ছেন তারা এমনটাই জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। এদিকে লেগ স্পিনার মুশতাক আহমেদের সঙ্গে বিশ্বকাপ পর্যন্তই বিসিবির চুক্তি ছিল। তবে দুপক্ষের আগ্রহে সেটি আরও দীর্ঘমেয়াদি হওয়ার আশা ব্যক্ত করেছেন নাফিস।
তবে শাহরিয়ার নাফিস জানাননি কোন দুজন ক্রিকেটার দেশে ফিরবেন একদিন পর। এদিকে ৫ জুলাই থেকে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া মেজর লিগ ক্রিকেট খেলবেন সাকিব আল হাসান। ফ্রাঞ্চাইজি লিগ খেলতে ইতিমধ্যেই সাকিবকে অনাপত্তি পত্র দিয়েছে বিসিবি। তবে এখন দেশে ফিরে আসবেন এই অলরাউন্ডার। আগামী সপ্তাহে ফিরে যেতে পারেন যুক্তরাষ্ট্রে।
প্রসঙ্গত, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুন শুরু করেছিল শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এরপর প্রোটিয়াদের কাছে হারলেও নেপাল ও নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো সুপার এইটে জায়গা করে নেয় টাইগাররা। তবে শেষ আটে নিজেদের ব্যর্থতায় সেমিফাইনাল খেলার সুযোগ হারানোর পাশাপাশি বাংলাদেশ হেরেছে সবগুলো ম্যাচ।
আরও পড়ুন: এলপিএলে আসছে পাওয়ার প্লের নতুন নিয়ম
ক্রিফোস্পোর্টস/২৭জুন২৪/এফএএস