টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সুপার এইট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি টিম টাইগার্স। জয়ের দিক থেকে এটা টাইগারদের সেরা টুর্নামেন্ট। তবে সুপার এইটে তাদের অসহায় আত্মসমর্পণ একে আরেকটি ব্যর্থ বিশ্বকাপের কাতারে ফেলেছে।
ব্যর্থ বিশ্বকাপ যাত্রা শেষে আজ শুক্রবার (২৮ জুন) দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবার ফ্রাঞ্চাইজি লিগ খেলতে বিদেশে পাড়ি জমাবেন সাকিব-মুস্তাফিজ-হৃদয়রা।
অবশ্য বিশ্বকাপের পর আগামী জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে (এসিবি) আলোচনা করে এই সিরিজটি আপাতত স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন:
» যে লজ্জার রেকর্ডে তামিম-সৌম্যদের কাতারে কোহলি
» ব্যাটারদের এত দীর্ঘ রান খরা আগে দেখিনি : তাসকিন
আগামী জুলাই মাসে শ্রীলঙ্কার ঘরোয়া ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট মাঠে গড়াবে। এই তিন লিগে বাংলাদেশ থেকে খেলবেন ৭ জন ক্রিকেটার। আর এসময় জাতীয় দলের ডিউটি না থাকায় বিসিবি থেকে অনাপত্তিপত্র বা এনওসিও পাচ্ছেন ক্রিকেটাররা।
আগামী ১ জুলাই এলপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ৩জন ক্রিকেটার অংশ নেবেন। যেখানে ডাম্বুলা সিক্সার্সের জার্সিতে মাঠ মাতাবেন মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। আর কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে খেলবেন পেসার তাসকিন আহমেদ।
এরপর ৬ জুলাই শুরু হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে শুধু সাকিব আল হাসান অংশ নেবেন। আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের মালিকানাধীন ফ্রাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন এই অলরাউন্ডার।
এই টুর্নামেন্ট খেলে ২৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নেবেন সাকিব। যেখানে বাংলা টাইগার্স মিসিসাগুয়ায় একসঙ্গে খেলবেন সাকিব এবং শরিফুল ইসলাম।
এছাড়া এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে খেলবেন আরো দুই ক্রিকেটার। যেখানে টরন্টো ন্যাশনালসের হয়ে মাঠ মাতাবেন তরুণ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন এবং মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
ক্রিফোস্পোর্টস/২৮জুন২৪/বিটি