বার্সেলোনার সমর্থকদের জন্য গত রাতের ম্যাচটি ছিল অনেকটা স্বস্তিদায়ক। টানা দুই মৌসুমে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া দল এবার আগেভাগেই সুযোগ করে নিল নক আউট পর্বে খেলার। জিতলেই পরবর্তী রাউন্ডে যাবে বার্সেলোনা। এমন সমীকরণের ম্যাচে ২-১ গোল ব্যবধানে পর্তুগিজ ক্লাব পোর্তোকে হারায় বার্সা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠে বার্সেলোনা মুখোমুখি হয় পোর্তোর। পর্তুগিজ এই ক্লাবের বিপক্ষেই বার্সেলোনার হয়ে গোল দুটি করেন দুই পর্তুগিজ তারকা। জোয়াও ক্যান্সেলো ও জোয়াও ফেলিক্সের গোলে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকে আক্রমণ চালিয়ে যায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তবে বারবার লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল তাদের শট। পোর্তোও চালিয়েছে পাল্টা আক্রমণ। বার্সেলোনার বদলি গোলকিপার ইনাকি পেনা একাধিকবার গোল হজম করা থেকে বাঁচিয়েছে দলকে। তবে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি পর্তুগিজ ক্লাবটির আক্রমণ। ম্যাচের ৩০ মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড পেপের গোল থেকে লিড নেয় পোর্তো।
তবে পিছিয়ে পড়েও পথ হারায়নি বার্সেলোনা। দুই মিনিট পরেই জোয়াও ক্যান্সেলোর গোল থেকে সমতায় ফেরে তারা। পোর্তোর ডিফেন্ডারদের কাটিয়ে দারুন এক গোল করেন তিনি। প্রথম আর্ধে আর কোন গোল পাইনি দুদল। ফলে ১-১ গোল সমতায় থেকেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয় আর্ধে আরো গোছালো ফুটবল খেলতে থাকে বার্সা। এই আর্ধে খুব একটা সুবিধা করতে পারেনি পোর্তো ফুটবলাররা। উল্টো দুর্দান্ত খেলতে থাকে ক্যান্সেলো-ফেলিক্সরা। এতে করে ম্যাচের ৫৭ মিনিটে জোয়াও ফেলিক্সের হাত ধরে লিড পায় বার্সেলোনা। ফেলিক্সের এই গোলটিই জয়সূচক ভূমিকা পালন করে।
ম্যাচে আর কোন গোলের দেখা না পেলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বার্সেলোনা। এতে করে উয়েফা চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘এইচ’ থেকে খেলা নিজেদের ৫ ম্যাচের ৪ টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। নিশ্চিত করে ফেলেছে শেষ ষোলোতে যাওয়ার সুযোগ। সমান ৯ পয়েন্ট নিয়ে তালিকার দুই ও তিন নম্বরে রয়েছে পোর্তো ও শাখতার দোনেৎস্ক।
আরও পড়ুন: এমবাপ্পের শেষ ঝলকে ‘গ্রুপ অব ডেথে’ টিকে রইলো পিএসজি
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৩/এসএফ/এজে