Connect with us
ক্রিকেট

উসাইন বোল্ট ও গেইলের পর বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন যুবরাজ

After Usain Bolt and Gayle, Yuvraj Singh is the ambassador of the World Cup
যুবরাজ সিং। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ ঘনিয়ে আসছে। আর মাত্র ৩৬ দিন পর মাঠে গড়াবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের নবম বিশ্ব আসর। জমজমাট লড়াইয়ের এই টুর্নামেন্টকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ক’দিন আগেই অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হন জ্যামাইকান গতিমানব উসাইন বোল্ট। পাশাপাশি জ্যামাইকান কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকেও শুভেচ্ছা দূত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

এবার শুভেচ্ছাদূত হিসেবে ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার (২৬ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেছা দূত হয়ে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ছয়টি ছক্কা মারাসহ আমার আরও কিছু প্রিয় ক্রিকেটীয় স্মৃতি রয়েছে। আর এই টুর্নামেন্টের অংশ হতে পারা খুবই উত্তেজনাকর। তাছাড়া এর সবচেয়ে বড় আসর বসছে এবার।’

যুবরাজ সিংয়ের শুভেচ্ছা দূত হওয়ার বিষয়ে আইসিসির মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং বলেন, ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজকে শুভেচ্ছা দূত হিসেবে পাওয়া খুবই গর্বের বিষয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ৬ বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। শুভেচ্ছা দূত হিসেবে ক্রিস গেইল এবং উসাইন বোল্টের সঙ্গে যোগ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসরটিকে আরো মনোরম করে তুলবেন।’

ছয় বলে ছয় ছক্কার কথা উঠলে যুবরাজ সিংকে স্মরণ করবে ক্রিকেট বিশ্ব। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা হাকান যুবরাজ। তার এমন অবিস্মরণীয় কীর্তি দীর্ঘদিন মনে রাখবে ভক্ত-সমর্থকেরা।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান যুবরাজ। এর আগে ভারতের জার্সিতে ব্যাট হাতে ৪০ টেস্টে ১৯০০ রান, ৩০৪ ওয়ানডেতে ৮৭০১ রান এবং ৫৮ টি-টোয়েন্টিতে ১১৭৭ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে টেস্টে ৯টি, ওয়ানডেতে ১১১টি এবং টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট শিকার করেছেন এই কিংবদন্তি।

আরও পড়ুন: চেন্নাইয়ে নতুন নাম পেলেন মুস্তাফিজ 

ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট