বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ে অনন্য নজির স্থাপনে ক্যারিয়ার শুরু করা মুমিনুল হক নিজের ছন্দ হারিয়ে ফেলেছিলেন। তবে আবারও পেয়েছেন নিজের চেনা সেই ছন্দ। আর সেই ছন্দে ফিরে করলেন সেঞ্চুরি। দীর্ঘ ১৫ মাসের অপেক্ষার পর শতক পেলেন মুমিনুল।
ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টের চতুর্থ দিনে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। তিনি সর্বশেষ টেস্টে শতক পেয়েছিলেন ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। আর আজ পেলেন কানপুরে স্বাগতিক ভারতের বিরুদ্ধে।
৯৬ রানে ক্রিজে থাকা মুমিনুল রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ শট খেলে তুলে নিয়েছেন শতক। দেশের মাটিতে ১১টি শতক হাঁকানো মুমিনুলের দেশের বাইরে এটি ২য় সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২১ সালে ক্যান্ডি টেস্টের শতক ছিল দেশের বাইরে তার প্রথম শতক।
আরও পড়ুন:
» মুশফিক-লিটন-সাকিবের বিদায়, মুমিনুলের ব্যাটেই ভরসা
» সাফের ফাইনালে বাংলাদেশ ম্যাচসহ আজকের খেলা (৩০ সেপ্টেম্বর ২৪)
মুমিনুলের শতকে ভর করে কানপুর টেস্টের প্রথম ইনিংসে দুশো রানের বেশি স্কোর তুলেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৬ ওভারে ২০৫ রান তুলেছে ৬ উইকেটের বিনিময়ে। মুমিনুল ১০২ ও মিরাজ ৬ রানে ক্রিজে আছেন।
এর আগে টানা দুদিন বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ শুরু হয় সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে। চতুর্থ দিনে ৩৫ ওভারে ১০৭ রান থেকে শুরু হয় বাংলাদেশের ইনিংস। আর দিনের শুরুতে মুশফিকুর রহিমকে বোল্ড করেন বুমরাহ। এতে করে একটু চাপে পড়ে বাংলাদেশ।
এরপর ক্রিজে নেমে বুমরাহর একই ওভারে একটু ঝড় তুলে তিনটি চার মারেন লিটন। কিন্তু ড্রিংকস বিরতি শেষে মাঠে নেমেই ফিরে যান লিটন। ৩০ বলে ৩টি চারের সাহায্যে ১৩ রান করে ফিরে যান মোহাম্মদ সিরাজের শিকার হয়ে। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। ১৭ বলে ২ চারের সাহায্যে মাত্র ৯ রান করে সাকিব ফিরে যান অশ্বিনের ঘূর্ণি ফাঁদে পড়ে। এরপর মুমিনুলকে সঙ্গ দিতে আসেন মেহেদি হাসান মিরাজ।
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/এজে