সৌদি আরবের জেদ্দায় গতকাল (রবিবার) শুরু হয়ে আইপিএল—২০২৫ এর মেগা নিলাম। দুই দিনব্যাপী এই নিলামের আজ দ্বিতীয় দিন। প্রথম দিনে অবিক্রীত তারকাদের মধ্যে অন্যতম ছিলেন অঅস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার সেই তালিকায় যুক্ত হলেন কিউই তারকা ব্যাটার কেন উইলিয়ামসন।
আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনের শুরুর সেটেই ডাকা হয় উইলিয়ামসনকে। তবে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন এই কিউই তারকা।
উইলিয়ামসন ছাড়াও নিলামে অবিক্রীত রয়েছেন আরেক কিউই তারকা গ্লেন ফিলিপস। উইলিয়ামসনের পরেই ডাকা হয় তাকে। তবে তাকেও দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ। সবশেষ আসরে সানরাইজার্স হায়দরাবাদ তাকে দলে নিলেও একটি ম্যাচেও খেলায়নি। এছাড়া আরেক কিউই তারকা ড্যারিল মিচেলও অবিক্রীত আছেন।
আরও পড়ুন:
» চমক দেখিয়ে অস্ট্রেলিয়াকে হারাল ভারত, গড়ল নতুন রেকর্ড
» আইপিএল নিলাম : প্রথম দিনে কে কোন দলে, দেখে নিন একনজরে
দ্বিতীয় দিনে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা মার্কো ইয়ানসেন। ৭ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন ভারতীয় পেসার তুশার দেশপান্ডে। ৬কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এছাড়া অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এদিকে গত আসরে ১৮ কোটি দাম পাওয়া স্যাম কারানের দাম উঠেছে ২ কোটি ৪০ লাখ রুপি। এই মূল্যে তাকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসিসকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৪/বিটি