সারা বিশ্বে ভালোবাসার শহর নামে পরিচিত প্যারিস। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই শহরে প্রেম-ভালোবাসার আদান-প্রদান করে থাকে। এবার প্রেম নিবেদনের এক রোমাঞ্চকর দৃশ্যের দেখা মিলেছে চলমান প্যারিস অলিম্পিকেও। প্রেমিকা স্বর্ণ জয়ের পরেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক চীনা ক্রীড়াবিদ।
শুক্রবার (২ জুলাই) প্যারিস অলিম্পিকে সপ্তম দিনে ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতে দক্ষিণ কোরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতে নেয় চীনের জেং সি উই ও হুয়াং ইয়া কিয়ং । স্বর্ণ জয়ের পরেই প্রেমিক লিউ ইউচেনের থেকে বিয়ের প্রস্তাব পান হুয়াং। হাঁটু গেড়ে তাকে বিয়ের প্রস্তাব দেন ইউচেন। এরপর হুয়াং রাজি হয়ে গেলে তাকে ডায়মন্ডের আংটিটি পরিয়ে দেন তিনি।
লিউ ইউচেনও একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। এই অলিম্পিকে অংশ নিয়েছেন তিনিও। যদিও কোনো পদক জিততে পারেননি তিনি। তবে প্রেমিকার সাফল্যে মুগ্ধ হয়ে তাকে এই প্রেমের শহরে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন ইউচেন।
আরও পড়ুন:
» প্যারিসে থামছেই না মারশাঁর পদক জয়, গড়লেন নতুন রেকর্ড
» ক্যারিবীয়দের টেস্ট খেলতে অনীহার কারণ জানালেন আন্দ্রে রাসেল
হুয়াং এই প্রস্তাব গ্রহণ করার আগে বলেছিল, এটা খুবই আশ্চর্যজনক ছিল। পরবর্তীতে তিনি বলেন, আমি ম্যাচ নিয়েই বেশি মনোযোগী ছিলাম। আজ আমি অলিম্পিকে সোনা জিতেছি এবং আমার বাগদানও হয়ে গেছে। আমার মনে হয় এই আংটিটি আমার আঙুলে খুব দারুণভাবে মানিয়েছে।
প্যারিস অলিম্পিকে ছেলে-মেয়ে উভয়ের ব্যাডমিন্টনেই এটি ছিল চীনের প্রথম পদক। ছেলেদের হয়ে লিউচেন ও তার সতীর্থ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তবে এর আগে টোকিও অলিম্পিকে রৌপ্য জয় করেছিলেন ইউচেন।
ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৪/বিটি