Connect with us
ফুটবল

শিরোপা জয়ের পর বকেয়া বেতন পেলেন সাফজয়ী কোচ

পিটার বাটলার। ছবি- সংগৃহীত

বেতন ও ম্যাচ ফি বকেয়া নিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবলাররা, এমন কথা সবার জানা। তবে গতকাল প্রকাশ হয়েছিল অবাক করা তথ্য। ফুটবলারদের পাশাপাশি কোচের ৩ মাসের বেতনও বকেয়া রেখেছিল বাফুফে। আর যেই অভিমানে শিরোপা জয়ের পর কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণাও দেন পিটার বাটলার।

এর আগে গত বুধবার রাতে নেপালকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এমন আনন্দঘন মুহূর্তে নারী ফুটবলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন এই ইংলিশ কোচ। তবে এবার জানা যায় গতকাল দেশে ফেরার পর বকেয়া বেতন বুঝে পেয়েছেন তিনি।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ নারী ফুটবলের সঙ্গে চুক্তি রয়েছে পিটার বাটলারের। তবে এর মাঝে সাবিনা খাতুনদের আর কোন ম্যাচ না থাকায় সাফের ফাইনাল হয়ে থাকবে ইংলিশ এই কোচের অধীনে বাংলাদেশের শেষ ম্যাচ। তাই ম্যাচ জয়ের রাতেই নিজের বিদায়ের ঘোষণা দিয়ে রেখেছেন পিটার।

আরও পড়ুন:

» বাংলাদেশকে এত সহজে হারাবে ভাবেনি দক্ষিণ আফ্রিকাও

» অধিনায়কত্ব আমার ব্যাটিংয়ে প্রভাব ফেলে না : শান্ত

তবে আচমকা এমন সিদ্ধান্তর কারন কি ছিল তা জানার চেষ্টা করলে দেশের এক সংবাদমাধ্যমকে পিটার বাটলার বকেয়া বেতনের কারণে বাংলাদেশের সঙ্গে আর চুক্তি নবায়ন করতে চান না তিনি। যেখানে পিটার উল্লেখ করেন এমন সমস্যায় এর আগে কোথাও পড়েননি তিনি। সব মিলিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন পিটার।

তবে গতকাল সাফজয়ী ফুটবলারদের সঙ্গে দেশে ফেরার পর গণমাধ্যমের মুখোমুখি হলে সেখানে জানান তার কোন বেতন বকেয়া নেই আর। তবে পরবর্তীতে জানা যায় এর কয়েক ঘণ্টা আগেই নিজের বেতন বুঝে পেয়েছেন পিটার। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নিশ্চিত করেছেন সেপ্টেম্বর পর্যন্ত পিটারের বেতন পরিশোধ করা হয়েছে।

ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল