শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এর আগে মোট তিন বার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। অবশ্য এখনো পর্যন্ত সিরিজ জয়ের স্বাদ টাইগারদের ভাগ্যে জোটেনি। তবে এবারই প্রথম লংকানদের বিপক্ষে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ, তাও আবার ঘরের মাটিতে। আগামীকাল (শনিবার) সিরিজটি জয় করে রেকর্ড গড়ার সামনে রয়েছে বাংলাদেশ।
বর্তমানে ১-১ সমতায় থাকা সিরিজে উভয় দলই একটি করে ম্যাচ জিততে পেরেছে। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩ রানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। অবশ্য পরের ম্যাচেই লংকানদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। ফলে সিরিজের শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে।
আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা ঘরে রাখার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে বিকাল ৩ টা ৩০ মিনিটে মাঠে নামবে চণ্ডিকা হাথুরুসিংহের শীষ্যরা।
এর আগে সফরকারীদের বিপক্ষে খেলা তিনটি ২০ ওভারের সিরিজের একটিতেও জয়ী হতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল লংকানদেরই ডেরায়। সেবার ১৭ রানে হেরে দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। পরের বছর ২০১৪ সালে অতিথি হয়ে আসা শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের সিরিজে অংশ নিয়ে দুটো ম্যাচেই হারের মুখ দেখতে হয় স্বাগতিক বাংলাদেশের। ম্যাচ দুটোতে যথাক্রমে ২ রান ও ৩ উইকেটে হারে স্বাগতিকেরা। শেষ বার ২০১৮ সালে আবারও অতিথি হয়ে বাংলাদেশে আসা লংকানরা সেবারও ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় তুলে নেয় টাইগারদের বিপক্ষে।
তবে এবারের প্রেক্ষাপট আগের থেকে বেশ ভিন্ন। গত দুই বছরে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে অন্যতম ধারাবাহিক দল বাংলাদেশ। ২০২২ সাল থেকে এ পর্যন্ত আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মত দলগুলোর বিপক্ষে সিরিজ খেলে একটিতেও হারেনি বাংলাদেশ দল। এর মধ্যে কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে ১-১ এ টি-টোয়েন্টি সিরিজ ড্র করলেও বাকি সিরিজগুলো জিতে নিয়েছে টাইগাররা। এ থেকেই বোঝা যাচ্ছে, টি-টোয়েন্টিতে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির ধারা এখন ঊর্ধ্বমুখী।
যদিও এই সংস্করণে সফরকারীদের বিপক্ষে এখনও বেশ পিছিয়েই আছে বাংলাদেশ। চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে পাওয়া জয় লংকানদের বিপক্ষে বাংলাদেশের জন্য দ্বিপাক্ষিক সিরিজে পাওয়া প্রথম জয়। এছাড়াও লংকান সিংহদের বিপক্ষে এ পর্যন্ত খেলা মোট ১৫ টি-টোয়েন্টির মধ্যে ১০ টিতেই হারের মুখ দেখেছে বাংলাদেশ, বিপরীতে জিতেছে ৫ টি ম্যাচে।
তবে যাই হোক, প্রথমবারের মত লংকানদের টি-টোয়েন্টি সিরিজে হারানোর সুযোগ টাইগারদের জন্য বাড়তি অনুপ্রেরণা জোগাবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ দিকের প্রস্তুতিও ভালো মত সেরে নিতে চাইবে বাংলাদেশ।
বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর দলের অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্তর ব্যাট হাতে ফর্মে ফেরাটাও। দ্বিতীয় ম্যাচে তার ৩৮ বলে ৫৩ রানের অসাধারণ ইনিংসে ভর করেই সহজ জয় পায় বাংলাদেশ। বিপিএলে রান খরায় ভুগতে থাকা অধিনায়কের ব্যাটে রান ফেরার সাথে সাথে বোলারদের দারুণ নৈপুণ্যে সফরকারীদের সিরিজ হারিয়ে রেকর্ড গড়ার সম্মুখে বাংলাদেশ।
আরও পড়ুন: ভুটানকে ৬-০ গোলে হারিয়ে ফাইনালের ‘প্রস্তুতি’ সেরে নিল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৪/এমএস/এমটি