
এ বছরের জুনে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওদিকে ভারতে চলছে আইপিএল, শেষ হয়েছে বিপিএল ও পিএসএল। সব দলের লক্ষ্য এবার বিশ্বকাপের দল সাজানো। সেদিকে খুব ভালো ভাবে নজর দিয়েছে পাকিস্তান। পিএসএল শেষ হওয়ার পর একের পর এক সুসংবাদ পেয়েছে পাকিস্তান ক্রিকেট।
অবসর ভেঙে জাতীয় দলে ফেরার প্রথম সুসংবাদ দিয়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এবারের পিএসএলে ১২ ম্যাচ ব্যাট হাতে নেমে করেছেন ১২৬ রান। আর বল হাতে নিয়েছেন ১২টি। আর ফাইনালে শিকার করেছেন ৫টি উইকেট। নিজের এমন দারুণ ফর্মে তিন বছর পর অভিমান ভুলে দলে ফেরার সংবাদ দিয়েছেন ইমাদ।
আরও পড়ুন: সেনাবাহিনীর বিশেষ ট্রেনিংয়ে ২৯ ক্রিকেটারকে পাঠাল পিসিবি
এদিকে ইমাদের পর আরেক সুসংবাদ উপহার দিয়েছেন জনপ্রিয় পেসার মোহাম্মদ আমির। ইমাদ ওয়াসিম অবসর ভাঙার পরদিনই আমির ঘোষণা দিলেন ম্যান ইন গ্রিনের জার্সি গায়ে তোলার। চার বছর আগে অবসর নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।

পিএসএলে দুর্দান্ত আসর শেষ করে অবসর ভেঙেছেন ইমাদ। ছবি- ক্রিকেট পাকিস্তান
মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কয়েক দফা বৈঠকের পর রবিবার ফেরার ঘোষণা দিয়েছেন আমির। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য তৈরি আছেন উল্লেখ করে আমির লিখেছেন, আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি! জীবন আমাদের কখনও কখনও এমন এক পর্যায়ে নিয়ে আসে, যখন সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে হয়। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার পর আমি ঘোষণা করছি যে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য আমি ফিরতে তৈরি আছি। আমি দেশের জন্য এটি করতে চাই।

পাকিস্তানের জার্সিতে আবারও সেই চিরচেনা হাসিতে দেখা যাবে আমিরকে। ছবি- দ্য ন্যাশনাল
শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলায় পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া হারিস রউফও ক্ষমা পেয়েছেন। নিজের ভুল স্বীকার করে পিসিবিতে চিঠি দিয়েছেন হারিস রউফ। চিঠি পেয়ে তাকে কেন্দ্রীয় চুক্টিতে অন্তর্ভুক্ত করেছে পিসিবি। তার ভুল বোঝাটা আমলে নিয়ে হয়তো সুবুদ্ধির পরিচয় দিয়েছে পিসিবি।

দ্রুত গড়ির দৌড় আর গতিতে ঝলক দেখাতেই ক্ষমা পেয়েছেন হারিস রউফ। ছবি- নিউজ এইটিন
এখন শাহীন আফ্রিদি, নাসিম শাহর সাথে মোহাম্মদ আমির ও হারিস রউফ যুক্ত হলে পাকিস্তানের বোলিং লাইন হবে সবচেয়ে কঠিন। অন্যদিকে শাদাব খান, মোহাম্মদ নওয়াজ ও ইফতেখারদের মতো অলরাউন্ডারদের সাথে ইমাদের সংযোজন দলের শক্তিতে নতুন মাত্রা যোগ করবে।

পাকিস্তানের বোলিং লাইনের অন্যতম দুই ভরসা শাহীন আফ্রিদি ও নাসিম শাহ। ছবি- প্রো ব্যাটসম্যান
আসন্ন বিশ্বকাপের আগে পাকিস্তানের শক্তি বৃদ্ধিকে ইতিবাচকই দেখছেন ক্রিকেটবোদ্ধারা। কেননা দীর্ঘদিন ধরে শিরোপা খরায় ভুগছে ক্রিকেটপ্রেমী দেশটি। সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে পাকিস্তান। আর সেই ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তাই শিরোপার জন্য হলেও শক্তিশালী দল গোছানোয় নজর তাদের।
আরও পড়ুন: বাংলাদেশ ও ব্রাজিলের ম্যাচসহ আজকের খেলা (২৬ মার্চ ২৪)
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৪/এজে
