২০২৩ বিশ্বকাপটা মোটেই ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ভারত বিশ্বকাপেও অন্যতম ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে বিশ্বকাপ মিশনে নেমেছিল জস বাটলাররা। কিন্তু প্রথম ৪ ম্যাচের মধ্যে ৩ টিতেই হেরে এখন পয়েন্ট টেবিলের তলানিতে স্থান হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। এর মধ্যে আফগানিস্তানের কাছেও হার ইংলিশদের গায়ের জ্বালা কিছুটা বাড়িয়েই দিয়েছে। ইংল্যান্ডের হঠাৎ এমন ছন্দ পতনের কারণ কি?
ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুটের মতে মুম্বাইয়ের বায়ুদূষণও তাদের এই ছন্দ পতনের অন্যতম কারণ।
রুট বলেন,’ এমন পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা এর আগে আমার কখনোই হয়নি। এর আগে আমি প্রচণ্ড গরমের মধ্যে খেলেছি, আর্দ্র পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতাও আমার আছে। কিন্তু কালকের পরিবেশ ছিল একদম অন্য রকম। মনে হচ্ছিলো যেন বাতাস খাচ্ছিলাম, ঠিক মতো দম ফেলতে পারছিলাম না আমি। অবস্থা কেমন ছিল সেটা ক্লাসেনকে দেখলেই বুঝতে পারার কথা।’
পারফরম্যান্সের বিষয়ে এক দিনের ক্রিকেট নিয়েও প্রশ্ন তোলেন রুট। এর প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন,’ ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপের আগে ওয়ানডে ক্রিকেট তেমন খেলা হয়নি আমার। এক দিনের ক্রিকেট এখন কতটা জুতসই সেটাও একটা প্রশ্ন। ভবিষ্যতে এই সংস্করণে কোনো পরিবর্তন আসবে কি না তা নিয়েও আমি সন্দিহান, যে কোন কিছুই ঘটতে পারে। আমি নিজেও জিজ্ঞেস করি, ঘরোয়া ক্রিকেটে আমাদের আসলে কোনটা বেশি খেলা উচিত – টি-টোয়েন্টি নাকি ৫০ ওভারের ক্রিকেট?
ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করা ইংলিশরা শুরুতেই হোচট খায় নিউজিল্যান্ডের কাছে। এরপর বাংলাদেশকে হারালেও আন্ডারডগ আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে রীতিমতো রান পাহাড়ে বিধ্বস্ত হয়ে এখন একেবারে ব্যাকফুটে তারা।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সর্বশেষ ম্যাচের ভেন্যু ছিল মুম্বাইয়ে। তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস সাথে ধোঁয়াটে আবহাওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বায়ুর গুণমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে রেট করেছে। মাঠে দুই দলের ক্রিকেটারদেরও হাঁপাতে দেখা যায়।
শুধু মুম্বাই নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুরো ভারতেরই বায়ুর গুণগত মানের সমস্যার কথা জানিয়েছে।
আরও পড়ুন: কুইন্টন-ক্লাসেন ঝড়ে রান পাহাড়ে দক্ষিণ আফ্রিকা
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৩/এমএস/জেএস/এমএ