বাংলাদেশ দলের দীর্ঘদিনের আক্ষেপ ছিল একজন লেগ স্পিনার। এবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন সেই অভাব অনেকটাই পূরণ করেছেন রিশাদ হোসেন। নিজের সাম্প্রতিক পারফরমেন্স দিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ লেগি। এবার বৈশ্বিক টুর্নামেন্টে বল হাতে দারুণ চমক দেখিয়ে নজর কেড়েছেন সকলের।
বিশ্বকাপের গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন রিশাদ। বল হাতে যেমন নিজেকে প্রমাণ করেছেন, ব্যাট হাতেও দেখানোর চেষ্টা করেছেন নিজের সামর্থ্য। তাই বিশ্বকাপে এমন ক্রিকেটারকে নিয়ে প্রতিপক্ষ দল পরিকল্পনা করবে সেটাই স্বাভাবিক। সুপার এইটে মুখোমুখি হওয়ার পূর্বে অস্ট্রেলিয়া শিবিরে তাই রিশাদের নাম।
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে জ্বলে ওঠার আশায় নিঃসন্দেহে থাকবেন বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। এই লেগির বিপক্ষে মাঠে নামার আগে তাকে নিয়ে কথা বলেছেন অজি ব্যাটার টিম ডেভিড। গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদকে সামলানোর কৌশল জানালেন তিনি।
টিম ডেভিড বলেন, ‘আমার মনে হয় এটাই বিশ্বকাপের প্রকৃতি, তাই না? আপনি প্রতি দলের বিরুদ্ধে একবারই খেলার সুযোগ পাবেন। হয়ত আপনি একটি দলকে দুইবার মোকাবেলা করতে পারেন যদি ফাইনালে খেলতে পারেন। ফলে এসব ছেলেদের বিরুদ্ধে অত বেশি খেলার সুযোগ আপনি পাবেন না। আমার মনে হয় না আমাদের দলের কেউ তার (রিশাদের) বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছে। ফলে আমরা তাকে আক্রমণ করতে যাচ্ছি।’
রিশাদদের সামলাতে নিজের ব্যক্তিগত অনুশীলনের কথাও জানান তিনি, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমি স্পিনের বিপক্ষে অনেক অনুশীলন করেছি। ম্যাচের আগের দিন বা তারও আগের দিনও করেছি। এটা অত বেশি চাপের ব্যাপারও নয়। আপনি জানেন শেষ দিকে এসে আপনি অত বেশি কিছু পরিবর্তন করতে পারবেন না। আপনি কেবল অনুশীলন করে কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ করতে পারবেন।’
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আগামী শুক্রবার (২১ জুন) ভোর সাড়ে ৬টায় অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন: জুনিয়র এশিয়া কাপ হকি : পুরুষদের জয়ের দিনে হারল নারীরা
ক্রিফোস্পোর্টস/১৯জুন২৪/এফএএস