Connect with us
ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: অসহায় ভারত, ম্যাচের নিয়ন্ত্রণ অজিদের হাতে

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
ছবি- গুগল

বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাব দিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতার মুখে ভারত। বৃহস্পতিবার ১৫১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে রোহিত-কোহলিরা। আর এতেই ম্যাচের দ্বিতীয় দিনে মাঠে রাজত্ব করেছে প্যাট কামিন্সরা। ভারতকে অসহায় করে ম্যাচের নিয়ন্ত্রণ এখন অজিদের হাতে। ৩১৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে ভারত।

এদিন অস্ট্রেলিয়ান পেসারদের তোপে ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। অজি অধিনায়ক প্যাট কামিন্স শুরুতে তুলে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মার (১৫) উইকেট। এরপর আসা যাওয়ার মিছিলে শামিল হন শুবমান গিল (১৩), চেতেশ্বর পূজারা (১৪) ও বিরাট কোহলিও (১৪)। পরে অবশ্য ইনিংস মেরামতে ভূমিকা রাখেন আজিঙ্কা রাহানে ও রীবন্দ্র জাদেজা। হাফসেঞ্চুর আগে জাদেজা ৪৮ রানে ফিরে যান। বর্তমানে উইকেটে আছেন আজিঙ্কা রাহানে (২৯) ও শ্রীকর ভারত (৫)।

অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন।

এর আগে প্রথম দিন স্টিভেন স্মিথের ৩১তম শতকে ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রানের পাহাড় দাড় করায় ভারতের সামনে। ইনিংসে স্টিভেন স্মিথ করেছেন ১২১ রান। ভারতের হয়ে বল হাতে নেতৃত্ব দেন পেসার মোহাম্মদ সিরাজ। ১০৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া ৮৩ রানে দুটি উইকেট নেন শার্দুল ঠাকুর।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

অস্ট্রেলিয়া:
প্রথম ইনিংস: ৪৬৯ (১২১.৩ ওভার)।
(হেড ১৬৩, স্মিথ ১২১, ক্যারি ৪৮; সিরাজ ৪/১০৮)

ভারত:
প্রথম ইনিংস: ১৫১/৫ (৩৮ ওভার)।
(জাদেজা ৪৮, রাহানে ২৯*, শ্রীকর ৫*; লায়ন ১/৪ গ্রিন ১/২২)।

আরও পড়ুন: রেকর্ড বেতনে আল ইত্তিহাদে যোগ দিলেন বেনজেমা

ক্রিফোস্পোর্টস/৯জুন২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট