আজ মঙ্গলবার (২৫ জুন) আফগানিস্তানের কাছে বাংলাদেশের পরাজয়ের সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেল। সুপার এইটের গ্রুপ ওয়ান থেকে বাংলাদেশের পাশাপাশি ছিটকে গেল অস্ট্রেলিয়াও। আর ইতিহাসে প্রথম বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির টিকিট পেল আফগানিস্তান। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডেভিড ওয়ার্নারের অবসরও নিশ্চিত হয়ে গেল।
বিশ্বকাপ শুরুর আগেই অবশ্য অজি তারকা ঘোষণা দিয়েছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না। অর্থাৎ গতকাল (২৪ জুন) ভারতের বিপক্ষে খেলা ম্যাচটি ওয়ার্নারের জাতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকলো। এর আগে চলতি বছরের শুরুতেই ওয়ানডে ও টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন বাঁ হাতি এই বিধ্বংসী ওপেনার। শুধু টি-টোয়েন্টি ক্রিকেটটা চালিয়ে যাচ্ছিলেন।
যদিও আজ আফগানদের টাইগাররা হারাতে পারলে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ার কিছুটা দীর্ঘ হতো। আর বাংলাদেশ যদি ১২.১ ওভারের মধ্যে জয় ছিনিয়ে আনতে পারতো তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশ দলও সেমিফাইনালে কোয়ালিফাই করতো। কিন্তু তেমন কোন ‘রূপকথা’র জন্ম দিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। একাধিকবার বৃষ্টি বিঘ্নিত খেলায় ডিএলএস মেথডে রশিদ খানের দলের কাছে ৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ঐতিহাসিক এই জয়ের ফলে সেমিতে উঠে গেছে আফগানিস্তান।
আরো পড়ুন : ইতালির শেষ মিনিটের গোলে ক্রোয়েশিয়ার বিদায়
ফলে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রার ইতি ঘটার সঙ্গে সঙ্গে ওয়ার্নারেরও আন্তর্জাতিক ক্যারিয়ারের এখানেই শেষ ঘটলো। ক্রিকেট অস্ট্রেলিয়াও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্নারকে ধন্যবাদ জানিয়ে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অজিদের হয়ে ১১০ ম্যাচে ১৪২.৪৭ স্ট্রাইক রেটে মোট ৩২৭৭ রান করেছেন ডেভিড ওয়ার্নার। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহকও এই বাঁ হাতি। এছাড়াও ৩৭ বছর বয়সী এই ব্যাটার অস্ট্রেলিয়ার হয়ে ৪৯ সেঞ্চুরির সঙ্গে প্রায় ১৯ হাজারের মত রান করেছেন।
দলপর হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশীপ জেতা এই ওপেনার অবশ্য জাতীয় দলে ফেরার দরজাটা এখনো খোলা রেখেছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যানেজমেন্ট যদি মনে করে যে, দলে তাকে প্রয়োজন তাহলে অস্ট্রেলিয়ার জার্সি ফের গায়ে চাপাতে চান ওয়ার্নার।
ক্রিফোস্পোর্টস/২৫জুন২৪/এমএস