Connect with us
ক্রিকেট

মুস্তাফিজ ইস্যুতে বিসিবিকে কড়া জবাব দিলেন আকাশ চোপড়া

মুস্তাফিজ ইস্যুতে কথা বললেন আকাশ চোপড়া। ছবি- সংগৃহীত

আইপিএলের চলতি আসর দারুণ ভাবে শুরু করেছিলেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। তবে চলমান টুর্নামেন্টে দ্রুতই শেষ হতে চলেছে মুস্তাফিজের ২০২৪ মৌসুমের যাত্রা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে আইপিএলের গোটা আসর খেলার ছাড়পত্র না পাওয়ায় আগামী ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরবেন কাটার মাস্টার। আর এতেই মুস্তাফিজ ইস্যুতে কড়া জবাব দিলেন আকাশ চোপড়া। 

মূলত ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্যে মুস্তাফিজকে আইপিএল খেলার সম্পূর্ণ এনওসি দেয়নি বিসিবি। এছাড়া গেল বুধবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতেই তাকে আগেভাগে দেশে ফিরিয়ে আনছে বিসিবি। যাতে বিশ্বকাপে ক্লান্তিহীন সতেজ এই টাইগার পেসারের সার্ভিস পেতে পারে বাংলাদেশ।

চলমান আইপিএলের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা মুস্তাফিজকে এভাবে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ায় চটেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার আকাশ চোপড়া। মুস্তাফিজ ইস্যুতে তিনি করেছেন বিসিবির কড়া সমালোচনা। এছাড়া এই টাইগার পেসারকে আইপিএল না খেলিয়ে জিম্বাবুয়ে সিরিজে খেলানোর যে ব্যাখ্যা দিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ, তা নিয়েও নিজের ক্ষোভ ঝেড়েছেন আকাশ চোপড়া।

সাবেক এই ভারতীয় ক্রিকেটার চলতি আইপিএলে আছেন একজন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে। মুস্তাফিজকে খেলার সুযোগ না দেওয়ায় বিসিবির সমালোচনা করে তিনি বলেন, ‘যে ভালো করছে তাকে ভালো করতে দাও। সামনে বড় নিলাম। মুস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। তাদের মনে হয় মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না।’

Mustafizur Rahman- CSK

মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

এছাড়া জালাল ইউনুস বলেছিলেন আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই। এমন মন্তব্যের জবাবে আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশ তো বলছে তার কোনো উপকার হচ্ছে না। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না। তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাও! বাংলাদেশ এরকম অনেকবার করেছে। তবে আমার মনে হয় এমনটা করা উচিত নয়।’

কেবল টাইগার ক্রিকেটাররা নয়, ভারতীয় ক্রিকেটাররাও বিশ্বকাপ খেলবেন সেটা বিসিবিকে মনে করিয়ে দিলেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার। তিনি বলেন, ‘বিশ্বকাপ ঘনিয়ে আসছে। ভারতের ক্রিকেটাররাও যাবে। আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে। মুস্তাফিজ আর অল্প কিছুদিন আছেন। আমার ভাইকে খেলতে দাও না। তাকে ছাড়া চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হবে।’

উল্লেখ্য, আইপিএলের চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ১০ উইকেট নিজের পকেটে পুরেছেন ফিজ। এই আসরে কাটার মাস্টারের সামনে রয়েছে আর মাত্র ৪ ম্যাচ। যার মধ্যে আজ রাতে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস। অবশ্য অ্যাওয়ে ম্যাচগুলোতে কিছুটা খরুচে হওয়ায় এই ম্যাচে তার থাকা নিয়ে হচ্ছে বেশ আলোচনা।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৪/এফএএস  

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট