টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শেষ হয়েছে আরো আগেই। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ের উৎসবে মাতে রোহিত শর্মার দল। বিশ্বকাপ শেষ হতেই আইসিসিসহ বিভিন্ন মাধ্যম ও ক্রিকেট বোদ্ধারা প্রকাশ করেছেন নিজেদের পছন্দের সেরা বিশ্বকাপ একাদশ।
এবার সেই তালিকায় নাম লেখালেন বিশ্বকাপজয়ী দল ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তার একাদশে সর্বোচ্চ পাঁচ ক্রিকেটার আছে চ্যাম্পিয়ন ভারতের। দ্বিতীয় সর্বোচ্চ তিন ক্রিকেটার জায়গা পেয়েছে আফগানিস্তান শিবির থেকে। সুপার এইট থেকে বাদ পড়া বাংলাদেশ থেকেও সুযোগ পেয়েছেন এক ক্রিকেটার। টাইগারদের প্রতিনিধি হিসেবে আছেন বিশ্বকাপে চমক দেখানো লেগ স্পিনার রিশাদ হোসেন।
নিজের পছন্দের একাদশে ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য রাখার পাশাপাশি অধিনায়ক হিসেবে জায়গা দিয়েছেন সদ্য বিশ্বকাপজয়ী কাপ্তান রোহিত শর্মাকে। উইকেটরক্ষক হিসেবে থাকছেন আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ। যিনি দলে ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মার সাথে। টুর্নামেন্টের রানার্সআপ দল থেকে আছেন অলরাউন্ডার হেনরিখ ক্লাসেন।
একাদশে মূল পেসার হিসেবে দায়িত্ব পালন করবেন জসপ্রীত বুমরাহ, আর্শদিপ সিং ও ফজল-হক ফারুকি। স্পিন বিভাগের মূল ভরসা রশিদ খান ও রিশাদ হোসেনে। সুপার এইট থেকে বাদ পড়া ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার নিকোলাস পুরান থাকছেন আকাশ চোপড়ার পছন্দের সেরা একাদশে। এছাড়া এনরিক নরকিয়া, কুলদীপ যাদব ও ট্রাভিস হেডকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রেখেছেন তিনি।
আকাশ চোপড়ার বিশ্বকাপ সেরা একাদশ:
- রোহিত শর্মা (অধিনায়ক)
- রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক)
- নিকোলাস পুরান
- সূর্যকুমার যাদব
- হেনরিখ ক্লাসেন
- হার্দিক পান্ডিয়া
- রশিদ খান
- রিশাদ হোসেন
- জসপ্রীত বুমরাহ
- আর্শদিপ সিং
- ফজলহক ফারুকি
রিজার্ভ ক্রিকেটার
- এনরিক নরকিয়া
- কুলদীপ যাদব
- ট্রাভিস হেড
আরও পড়ুন: কোচ হিসেবে দেশীয় তিন ক্রিকেটারকে নিয়োগ দিল বিসিবি
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/এফএএস