পিএসএল ইতিহাসের ষষ্ঠ বোলার হিসেবে হ্যাট্রিক করার কীর্তি গড়েছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আকিল হোসেইন। চলতি আসরে এটিই কোন বোলারের প্রথম হ্যাটট্রিক। গতকাল রাতে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে গ্ল্যাডিয়েটর্সদের জার্সিতে এমন প্রদর্শন করেন এই ক্যারিবীয় বোলার।
গতকাল শুক্রবার (৮ মার্চ) রাতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আকিল এই হ্যাটট্রিক করেছেন। নিজের কোটার শেষ ওভারটি করতে ম্যাচের ১৬তম ওভারে আসেন আকিল। ওভারের দ্বিতীয় বলে আমের জামাল উইকেটের পেছনে ধরা পড়েন উইকেট রক্ষকের হাতে। যা হ্যাটট্রিকের পথে আকিলের প্রথম শিকার।
পরের বলেই মেহরান মুমতাজ কাট করার চেষ্টা করলে ব্যাটের ভেতরের কানায় লেগে আকিলের বল আঘাত হানে উইকেটে। ওভারের চতুর্থ বলে স্লিপে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আকিলের টানা তৃতীয় উইকেটের শিকার হন লুক উড। এতে করে চলতি আসরে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান আকিল হোসেইন।
পিএসএলের আগের আসর গুলোতে আরও পাঁচ জন ক্রিকেটার করেছিলেন টানা তিন বলে তিন উইকেট নেওয়ার কীর্তি। সবার আগে ২০১৬ আসরে মোহাম্মদ আমির, ২০১৮ সালে জুনাইদ খান ও ইমরান তাহির, মোহাম্মদ সামি করেছিলেন ২০১৯ আসরে। গেল ২০২৩ আসরে হ্যাটট্রিক করেন আব্বাস আফ্রিদি।
আকিল এদিন হ্যাটট্রিক করার আগে অবশ্য ফিফটি করা বাবর আজমকেও সাজঘরে ফিরেছিলেন। ম্যাচ শেষে চার ওভার বল করে ২৩ রান খরচায় ৪ উইকেট পুড়েছেন নিজের পকেটে। যদিও শেষ পর্যন্ত বাবরের পেশোয়ার জালমির কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
আরও পড়ুন: প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসনের নতুন ইতিহাস
ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৪/এফএএস