Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ খুঁজে পেলেন আকরাম খান

Bangladesh
বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ খুঁজে পেলেন আকরাম খান। ছবি- সংগৃহীত

২০২৩ বিশ্বকাপে এক বুক আশা নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল বাংলাদেশ। সেরা তিনে থেকে ওয়ানডে সুপার লিগ শেষ করা সেই বাংলাদেশেরই কি না বিশ্বকাপে গিয়ে যাচ্ছেতাই অবস্থা। সেমিফাইনালের স্বপ্ন তো পরের কথা, কোনো মতে টেনেটুনে টেবিলের আটে থেকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে দেশে ফিরেছে সাকিব আল হাসানের দল।

বিশ্বকাপে বাংলাদেশের এই ব্যর্থতার আসল কারণ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক মনে করেন, বিশ্বকাপে এত বেশি পরীক্ষা-নিরীক্ষা চালানোর কারণেই ভালো করতে পারেনি বাংলাদেশ।

আজ শনিবার মিরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে মুখ খুলেন আকরাম খান। তিনি বলেন, ‘একটা দেশে খেলার আগে অন্য বিষয় নিয়ে এত কথাবার্তা হলে কোন দলই ভালো করবে না। এটা আমি এশিয়া কাপের আগেও বলেছিলাম। এশিয়া কাপের মতো বড় একটা টুর্নামেন্টেও বেশি এক্সপেরিমেন্টের কারণে আমরা ভালো একটা দল দাড়া করাতে পারিনি। এত এক্সপেরিমেন্ট করলে আমার মনে হয় না কোন দেশ ভালো করবে।’

তাছাড়া সাবেক এই ক্রিকেটারের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ। তিনি বলেন, ‘১৯৯৯ সালের বিশ্বকাপে ৬টা ম্যাচের মধ্যে ২টা ম্যাচ জিতেছিলাম আমরা। এবারের বিশ্বকাপে আমাদের প্রত্যাশ আরো বেশি ছিল। আমরা চার বছর আগে থেকেই সবকিছু প্ল্যান করেছিলাম। যেহেতু ভারতের মাটিতে খেলা তাই আশা ছিল আরো বেশি। কিন্তু যে কারণেই হোক তা পূরণ হয়নি।’

 

আরও পড়ুন: গোলের বন্যায় ভাসতে থাকা হ্যারি কেইনের যত রেকর্ড

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট