
রেকর্ড দামে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নিয়েছে সৌদির ক্লাব আল নাসের। তবে দলে এখনও অভিষেক হয়নি রোনালদোর। এর মধ্যেই উঠেছে গুঞ্জন, আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দলে ভেড়াতে টাকার পাহাড় নিয়ে প্রস্তুত রয়েছে আরবের আরেক ক্লাব আল হেলাল।
স্প্যানিশ গণমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ এক প্রতিবেদনে জানায়, মেসিকে নিতে প্রতি বছরে ৩০০ মিলিয়ন ডলার পারিশ্রমিক দিতে প্রস্তুত রয়েছে আল নাসেরের চির প্রতিদ্বন্দ্বী আল হেলাল। আর এটিই হবে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক।
এদিকে মেসি আল হেলালে যাবেন কি না এ বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। এছাড়া পিএসজির সঙ্গে এখনও তার চুক্তি শেষ হয়নি সাতবারের ব্যালন ডিঅর ও সদ্য বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলারের। অপরদিকে এর আগে আরও দুবছর পিএসজির জার্সিগায়ে খেলবেন বলেও জানিয়েছিলেন এই আর্জেন্টাইন ফুটবলার।
মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়, আল হেলাল চাইছে যত দ্রুত সম্ভব তারা সময়ের সেরা এই ফুটবলারকে দলে ভেড়াতে চায়।
এদিকে রোনালদো ও মেসিকে নিতে এতো টাকা কেন খরচ করতে চাচ্ছে সৌদি আরব? এমন প্রশ্নের জবাব দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো, ২০৩০ ফুটবল বিশ্বকাপ আয়োজনে মিশর ও গ্রিসের সঙ্গী হতে চাইছে সৌদি আরব। তাইতো বিশ্বের সামনে নিজেদের ইমেজ বাড়াতে চেষ্টা করছে সৌদি। আর এ পরিকল্পনায় মেসি-রোনালদোদের আরবে নিতে পারলে সৌদির ইচ্ছে পূরণ সহজ হবে।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৩/এসএ
