সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলাল আরও একটি শিরোপা ঘরে তুললো। দুবাইয়ের মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত সৌদি সুপার কাপের ফাইনালে করিম বেনজেমাদের আল ইত্তেহাদকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে নেইমারবিহীন আল হিলাল।
ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার। তবে এই জয়ে বড় ভূমিকা রেখেছেন আরেক ব্রাজিলিয়ান ম্যালকম। তার জোড়া গোলের আগে ও পরে একটি করে গোলের দেখা পান সেলিম আল দাওয়াসারি ও নাসের আল দাওয়াসারি।
ঈদের ঠিক পরের রাতের জমজমাট ফাইনালে ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় ম্যালকমের গোলে এগিয়ে যায় আল হিলাল। পরে হামদাল্লাহর গোলে ২১ মিনিটের মাথায় সমতায় ফেরে আল ইত্তেহাদ। বিরতির কিছুক্ষণ আগে ৪৪ মিনিটের মাথায় আল হিলালের ব্যবধান বাড়ান সেলিম আল দাওয়াসারি।
২-১ স্কোর লাইনে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতি থেকে ফিরে ম্যাচের প্রায় শেষ মিনিট পর্যন্ত গোলের দেখা পাচ্ছিলো না দুদলের কেউই। আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বোনু ৩টি দারুণ সেভ করে নিজেদের জাল অক্ষত রাখেন। তবে শেষ বাঁশি বাজার ৫ মিনিটের মধ্যে দুটি গোল খেয়ে বসে আল ইত্তেহাদ।
ম্যাচের ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ম্যালকম। আর যোগ করা সময়ে আল ইত্তেহাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নাসের আল দাওয়াসারি।
এই মৌসুমে আরও তিনটি শিরোপার দৌড়ে রয়েছে আল হিলাল। সৌদি প্রো লিগ, কিংস কাপ এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে ভালো অবস্থানে সৌদির শীর্ষ এই ক্লাবটি। আগামী ৩০ এপ্রিল কিংস কাপের ম্যাচে আবার মুখোমুখি হবে আল হিলাল-আল ইত্তেহাদ।
আরও পড়ুন: ঘরের মাঠে পরাজয়, ফিরতি লেগে বার্সাকে হারাতে চায় পিএসজি
ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৪/এজেড