Connect with us
ক্রিকেট

নেইমারকে নিয়ে দুঃসংবাদ শোনালেন আল হিলালের কোচ

নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে সখ্যতা নেইমার জুনিয়রের। সেই চোট যেন ছাড়তেই চায় না ব্রাজিলিয়ান তারকাকে। দীর্ঘদিন যাবত তিনি রয়েছেন মাঠের বাইরে। এবার নেইমার জুনিয়রের সেই চোট থেকে ফেরার বিষয়ে দুঃসংবাদ দিলেন তার ক্লাব আল হিলালের কোচ জর্জে জেসুস।

গত বছর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েছিলেন নেইমার। তারপর থেকেই মাঠের বাইরে রয়েছে এই তারকা ফুটবলার। মাঝে ব্রাজিলের হয়ে মিস করেছেন কোপা আমেরিকা। আর আল হিলালে যোগ দেয়ার পর তো ক্লাবের হয়ে নিজেকে মেলে ধরারই সুযোগ পাননি।

তবে গত মাসেই আশার বাণী শুনিয়েছিল আল হিলাল কোচ জর্জে জেসুস। চলতি সেপ্টেম্বর মাসেই নেইমারকে দলে পাওয়ার আশা জানিয়েছিলেন তিনি। এর আগে গেল জুলাই মাসে পুনর্বাসন প্রক্রিয়া শেষে অনুশীলনে ফেরেন এই ব্রাজিল তারকা। তবে এবার নতুন করে দুঃসংবাদ শোনালেন হিলাল কোচ জেসুস।

দলের এই তারকা ফুটবলারকে খুব শীঘ্রই যে পাচ্ছে না ক্লাব, সেটা নিশ্চিত করেছেন তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জেসুস বলেন, ‘আল হিলাল ও এই লিগের জন্য নেইমার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে কবে ফিরবে, সে বিষয়ে আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। তবে আমরা জানুয়ারিতে তার অবস্থা দেখব।’

গত বছরই চোটে বাঁ-হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছিল নেইমারকে। এরপর মাঠের বাইরে চিকিৎসা অবস্থায় করুণ সময় পার করেছেন এই ফুটবলার। বর্তমানে প্রাথমিকভাবে অনুশীলনে ফেললেও মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত নন এই তারকা।

আরও পড়ুন: দলের স্বার্থে আবারও সাদা বলে ফিরতে চান স্টোকস

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট