চলছে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা। যেখানে গেল রাতে সৌদি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা হয়েছে অঘটনের শিকার। মিশরের ক্লাব আল আহলির কাছে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিল সৌদি ক্লাব আল ইত্তিহাদ। যে ম্যাচে আল আহলির বিপক্ষে পেনাল্টি মিস করে খলনায়ক বনে গিয়েছেন ইত্তিহাদের সব থেকে বড় তারকা ফুটবলার করিম বেনজেমা।
গতকাল (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ঘরের মাঠে আল আহলির মুখোমুখি হয় সৌদি ক্লাব আল ইত্তিহাদ। এই ম্যাচে ইত্তিহাদকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে মিশরের ক্লাব আহলি। আহলির হয়ে গোল তিনটি করেন আলি মালঔল, ইমাম আসহুর ও হুসেইন এল শাহাত। একটি গোল শোধ করেন করিম বেনজেমা।
ম্যাচের শুরু থেকে সমানতালে এগিয়ে যায় দুই দল। ডি-বক্সের মধ্যে ইত্তিহাদ ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি পায় আল আহলি। ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন মালঔল। ম্যাচের ৪১ তম মিনিটে একই ঘটনা থেকে পেনাল্টি পায় আল ইত্তিহাদও। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরাতে পারেননি বেনজেমা।
এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে আহলি। ম্যাচের ৫৯ মিনিটে তাদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এল শাহাত। সতীর্থের লম্বা পাস ফাকায় পেয়ে যান তিনি। একটু এগিয়ে জোরালো শটে বল জালে জড়ান শাহাত। গোল করে রোনালদোর আইকনিক ‘সিউউ’ সেলিব্রেশন করেন তিনি।
তিন মিনিট বাদেই ফের ইত্তিহাদের জালে বল জড়ায় আল আহলি। বাঁ প্রান্ত থেকে খারাবার পাস গোল লাইনের কাছাকাছি পেয়ে যান আশহু। কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচের ৯০ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখে কনুই দিয়ে আঘাত করায় লালকার্ড দেখেন আল আহলির অ্যান্থনি মডেস্ট।
ম্যাচ শেষের আগে যোগ করা সময়ে এক গোল শোধ করেন পেনাল্টি মিস করা করিম বেনজেমা। কর্নার থেকে হেগাজি হেড ফিরিয়ে দেন গোলকিপার। তবে ফিরতি বল পেয়ে আর ভুল করেননি বেনজেমা। এরপরই ম্যাচের শেষ বাঁশি বাজলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় আল ইত্তিহাদের। যার জন্য সোশ্যাল মিডিয়ায় বেনজেমার পেনাল্টি মিসকে দায়িত্ব করছে নেটিজেনরা।
আরও পড়ুন: আইপিএলের পর আরও একটি লিগ শুরুর পরিকল্পনা ভারতের
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৩/এসএফ/এজে