Connect with us
ফুটবল

রোনালদোর অন্যরকম অভিষেকেও জয় পেল আল-নাসর

চলতি মৌসুমে আল নাসরের হয়ে দুর্দান্ত খেলছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আরব ক্লাবের হয়ে গত মৌসুম থেকে খেলা রোনালদো উড়ছেন নিজে, উড়াচ্ছেন দলকেও। কিন্তু গতকাল রাতে অন্যরকম অভিষেক হয়েছে রোনালদোর আল ওয়েহদার বিপক্ষে আরব ক্লাবটির হয়ে ক্যাপ্টেন্সি করেন সিআর সেভেন।

শনিবার (১১ নভেম্বর) কিং আব্দুল আজিজ স্টেডিয়ামে আল ওয়েহদার বিপক্ষে মাঠে নামে সৌদি প্রো-লিগে দুর্দান্ত খেলতে থাকা আল নাসর। ফ্রি-কিক নিজে না নিয়ে সতীর্থকে দিয়ে করান গোল। ৩-১ গোলের সহজ জয় তুলে নেয় রোনালদোর দল। ম্যাচে গোল করেন অ্যালেক্স টেলেস, আলআমারি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ১১ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে লিড এনে দেন তেলেস। তালিস্কার নেওয়া শট প্রতিপক্ষ খেলোয়াড়ের হাতে লাগলে ডিবক্সের অনেকটা বাইরে থেকে ফ্রি-কিক পায় আল-নাসর। ফ্রি-কিক নেওয়ার সুযোগ ছিল আগের ম্যাচে বিশ্রামে থাকা রোনালদোর। তবে নিজে না নিয়ে সুযোগ করে দেন সতীর্থকে।

বিরতির আগে মার্সেলো ব্রোজোভিচের ক্রস থেকে হেডে আলআমারির গোলে দ্বিগুণ হয় ব্যবধান। দ্বিতীয়ার্ধ্বেও আক্রমাত্মক শুরু করে সিআর সেভেনের দল। প্রথমার্ধে গোল না পাওয়া রোনালদো বিরতির পর গোলের দেখা পেতে দেরি করেননি। ম্যাচের ৪৯ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার পেনাল্টি এরিয়ার মধ্যে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ তৈরি হয় গোলের। সেই সুযোগ থেকে আলতো ছোঁয়ায় সহজ গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

সৌদি প্রো-লিগে ১২ ম্যাচে ১৩ গোল করে সর্বোচ্চ গোল সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। সব মিলিয়ে এই মৌসুমে ১৬ গোল তার নামের পাশে।

ম্যাচের ৮১ মিনিটে হেড থেকে গোল করে আল ওয়েহদার হয়ে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফুটবলার আনসেলমো। ম্যাচে আর কোন গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।

আল নাসর ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সৌদি প্রো-লিগে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সমান ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।

আরও পড়ুন: বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল