চলতি মৌসুমে দারুণ ফুটবল খেলছে সৌদি ক্লাব আল নাসর। লিগ শিরোপার লড়াইয়ে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে রোনালদোর ক্লাবটি। তবে এবার ঘরের মাঠে টেবিলের তলানিতে থাকা দলের কাছে পয়েন্ট খুইয়ে শিরোপার লড়াই থেকে কিছুটা ছিটকে গেছে ৯ বারের চ্যাম্পিয়নরা।
গতকাল (২৯ ফেব্রুয়ারি) সৌদি প্রো লিগে ২২ তম রাউন্ডের ম্যাচে আল-হাজেমের মুখোমুখি হয়েছে আল নাসর। নাসরের ঘরের মাঠ আল আওয়াল পার্কে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। শিরোপার লড়াইয়ে টিকে থাকার এই গুরুত্বপূর্ণ ম্যাচে অতিরিক্ত সময়ে ৪-৩ গোলে এগিয়ে গিয়েও, অতিরিক্ত সময়ের শেষদিকে গোল হজম করে পয়েন্ট খুইয়েছে স্বাগতিকরা। ৪-৪ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
এদিন ঘরের মাঠে ৩১ মিনিটেই এগিয়ে যায় রোনালদোহীন আল নাসর। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অ্যান্ডারসন তালিসকা। ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় নাসর। তবে বিরতি থেকে ফিরেই ৫৩ মিনিটে গোল হজম করে স্বাগতিকরা।
৬১ মিনিটের মাথায় আবারো তালিসকার গোলে এগিয়ে যায় নাসর। তবে ৫ মিনিট পর পুনরায় গোল শোধ করে নেয় সফরকারীরা। ৭১ মিনিটে তালিসকার হ্যাটট্রিক গোলে আবারো লিড পায় স্বাগতিকরা। তবে ৮৪ মিনিটের মাথায় তৃতীয়বারের মতো সমতায় ফেরে আল-হাজেম।
নির্ধারিত সময়ে ৩-৩ সমতা শেষে ম্যাচের যোগ করা সময়ে ৯৪ তম মিনিটে সাদিও মানের গোলে চতুর্থবারের মতো লিড নেয় আল নাসর। তবে এ যাত্রায়ও শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। ম্যাচের ৯৯ তম মিনিটে আবারো গোল খেয়ে বসে নাসর। শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট খুইয়েছে লুইস ক্যাস্ট্রোর দল।
এ নিয়ে ২২ ম্যাচে ৫৩ পয়েন্টে টেবিলের দুইয়ে রয়েছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নেইমারদের আল হিলাল।
আরও পড়ুন: সুখের সন্ধানে দুঃখই নেইমারের সঙ্গী
ক্রিফোস্পোর্টস/১মার্চ২৪/এমটি