এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে আল ফাইয়াকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিলো ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। এদিন দলের হয়ে একটি গোলও করেছেন রোনালদো।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের ২য় লেগের ম্যাচে মুখোমুখি হয় দুই সৌদি ক্লাব আল নাসর ও আল ফাইয়া। ঘরের মাঠে রোনালদো ও আরেক পর্তুগিজ ফুটবলার ওতাভিওর গোলে ২-০ তে ম্যাচটি জিতে নেয় আল নাসর।
আল আওয়াল পার্কে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। বক্সের ভেতরে আবদুল্লাহ আল-খাইবারির বাড়ানো বলে হেড দিয়ে গোল করেন ওতাভিও। ম্যাচের ৩৬ মিনিটেই লিড বাড়ানোর সুযোগ ছিল স্বাগতিকদের। তবে রোনালদোর নেওয়া হেড গোলপোস্ট প্রতিহত হয়। ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকেরা।
একচেটিয়া আধিপত্য বজায় রেখে প্রথমার্ধ শেষ করেছে রোনালদোরা। এবার দ্বিতীয়ার্ধ্বে এসেও আধিপত্য ধরে রেখেছিল লুইস ক্যাস্ট্রোর দল। তবে একাধিক আক্রমণ করেও দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিলো না নাসর। ম্যাচের শেষদিকে ৮৬ মিনিটে দলের লিড বাড়িয়ে দেন রোনালদো। মাঝমাঠ থেকে বাড়ানো বল প্রতিপক্ষের গোলকিপারকে ফাকি দিয়ে জালে জড়ান রোনালদো। শেষ পর্যন্ত ২-০ তে জয় পায় স্বাগতিকেরা।
এর আগে প্রথম লেগের ম্যাচে রোনালদোর একমাত্র গোলে জয় পেয়েছিল আল নাসর। দুই লেগ মিলিয়ে ৩-০ তে এগিয়ে থেকে শেষ আটের জায়গা নিশ্চিত করল রোনালদো বাহিনী।
শেষ আটে আল নাসরের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন। আগামী ৪ মার্চ প্রথম লেগ এবং ১১ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুটো দল।
আরও পড়ুন: সেভিয়ার হয়ে রিয়ালে ফিরছেন রামোস
ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৪/এমটি