Connect with us
ফুটবল

আল নাসর: মালিকানায় রয়েছেন যে ধনকুবের

Al Nasr: The billionaire who owns it
আল নাসরের প্রেসিডেন্ট আল-মুয়াম্মারের সঙ্গে রোনালদো। ছবি- সংগৃহীত

কিছুদিন আগেও যে নামটি ছিল সবার অগোচরে। আজ সেই নামটি এখন ফুটবল প্রেমীদের মুখে মুখে সয়লাব। বলছি সৌদি প্রো লীগের ক্লাব আল নাসর-এর কথা৷ ফুটবলের আলোচনার টেবিলে এখন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আল নাসর৷ ইউরোপ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকে দলে ভেড়ায় আল নাসর৷ তারপর যা হওয়ার তাই হয়েছে৷ রাতারাতি ফুটবল দুনিয়ায় সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে ক্লাবের নাম৷

শুধু রোনালদোতে থেমে নেই আল নাসর৷ একে একে সাদিও মানে, অ্যালেক্স টেলেস, এমেরিক লাপোর্তের মতো ইউরোপ মাতানো তারকাদেরও দলে ভিড়িয়েছে আল নাসর৷ নামকরা তারকাদের দলে ভেড়ানোর পিছনে রয়েছে কাড়ি কাড়ি অর্থের ঝনঝনানি। ক্লাবটির মালিকানায় রয়েছে কয়েকজন সৌদি ধনকুবের।

আল নাসরের মালিকানায় যারা-

সৌদি ক্লাব আল নাসরের কোনো একক মালিকানা সত্তা নেই। সৌদির রাজপরিবার এবং সৌদি আরব পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইবি) সম্মিলিত অর্থে এটি পরিচালিত হয়। বর্তমানে আল নাসরের প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন মুসাল্লি আল-মুয়াম্মার। ২০২১ সালে তিনি আল নাসরের বোর্ড মেম্বার কর্তৃক নির্বাচিত হন৷ এর আগেও প্রায় দুই বছর পর্যন্ত তিনি সৌদি প্রো লীগের সভাপতি ছিলেন৷

মুয়াম্মারের আগে সাফওয়ান আল-সৈকত ছিলেন আল নাসরের দায়িত্বে। কিন্তু দায়িত্বে অনিয়মের মতো নানা কারণে তখন তাকে বহিষ্কার করা হয়৷

এছাড়া সৌদি আরব পাবলিক ইনভেস্ট ফান্ডের তত্ত্বাবধায়নে রয়েছে আল-হিলাল, আল-ইত্তিহাদ ও আল-আহলির মতো ক্লাবগুলো।

আল নাসরের কয়টি শিরোপা

ঐতিহাসিকভাবে সৌদি আরবের অন্যতম সফল দল আল নাসর৷ রিয়াদ ভিত্তিক এই ক্লাবের রয়েছে বেশ কয়টি শিরোপা৷

সৌদি প্রো লীগ-৯টি

কিংস কাপ-৫টি

সৌদি ক্রাউন প্রিন্স কাপ-৩টি

সৌদি ফেডারেশন কাপ-২টি

এএফসি এশিয়ান কাপ-১টি

এশিয়ান সুপার কাপ-১টি

আরও পড়ুন: সৌদি প্রো লিগ নাকি এমএলএস: কোনটি সেরা? 

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল