সৌদি সুপার কাপে আল হিলালের কাছে হারের পর থেকেই অপরাজিত রয়েছে আল নাসর। গতকাল আল ওরোবাহকে হারিয়ে টানা ৯ ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি রোনালদোর দল। আর এদিন নাসরের হয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এছাড়া এদিন সতীর্থকে গোল করতেও সহায়তা করেছেন ঐই পর্তুগিজ তারকা। এতে করে গতকাল শনিবার রাতে সৌদি প্রো-লিগের ম্যাচে আল ওরোবাহকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল নাসর। এদিন রোনালদো ছাড়া জয়ের রাতে জোড়া গোল করেছেন সাদিও মানে।
এদিন ম্যাচের শুরু থেকে মাঝ মাঠের বল দখলে এগিয়ে ছিল নাসর। ম্যাচে ডেডলক ভাঙতে খুব বেশি দেরি করতে হয়নি তাদের। প্রথম গোল আসে রোনালদোর পা থেকে। ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে বল লাগলে এই স্পট কিক পায় নাসর।
এর ১২ মিনিট বাদেই গোল ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। এই গোলেও জড়িয়ে ছিল রোনালদোর নাম। বাম পাশের বাই লাইনের কাছ দারুন ভাবে বল কালেক্ট করে বক্সের মধ্যে সাদিও মানের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন এই পর্তুগিজ তারকা। সেখান থেকে বল পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়ান মানে।
ম্যাচে ফিরতে একাধিক পাল্টা আক্রমণ করে ওরোবাহ। তবে প্রথমার্ধে আর কোন গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে আরও এগিয়ে যায় নাসর। এই গোলটিও করেন সাদিও মানে। বক্সের মধ্যে সতীর্থদের মধ্যে দারুন পাসিং ফুটবল থেকে আসে এই গোল।
এই জয়ে সৌদি প্রো-লিগে ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রতে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে আল নাসর। এছাড়া ৬ ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আল হিলাল। আর সমান ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আল ইত্তিহাদ।
আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপে মেসির মায়ামির জায়গা পাওয়া ঘিরে গুঞ্জন
ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৪/এফএএস