গেল রাতে রিয়াদ সিজন কাপে মেসির ইন্টার মায়ামিকে রীতিমত নাচিয়ে ছেড়েছে আল-নাসর। রোনালদো বিহীন আল-নাসরের কোন রকম পরীক্ষাই নিতে পারেনি ইন্টার মায়ামি। উল্টো গুনে গুনে ছয় বার মেসিদের দূর্গ কাপিয়েছে লুইস কাস্ত্রোর শিষ্যরা। ইন্টার মায়ামিকে ৬-০ গোলের বড় লজ্জা দিল সৌদি ক্লাব আল-নাসর।
গেল রাতে (১ ফেব্রুয়ারি) রিয়াদের কিংডম অ্যারেনায় ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসরের মুখোমুখি হয়েছিল মেসির এমএলএস লিগের ক্লাব ইন্টার মায়ামি। গোটা ফুটবল বিশ্ব অপেক্ষায় ছিল মেসি-রোনালদোর শেষ নৃত্য দেখার। তবে চোটের কারণে খেলবেন না রোনালদো, তা জানা গিয়েছিল আগেই।
রোনালদো মাঠে না খেললেও তার আগমনে দলে কতটা পরিবর্তন হয়েছে তা স্পষ্ট বোঝা গিয়েছে এই ম্যাচে। দুই আর্ধে সমান তিন বার করে গোল দিয়েছে আল-নাসর। হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তালিস্কা। মাঠে বসেই সতীর্থদের উৎসাহিত করেছেন পর্তুগীজ তারকা। এদিকে দলের ভরাডুবি দেখে ৮৩ মিনিটে মাঠে নামেন মেসি।
এদিন ম্যাচের শুরু থেকেই ইন্টার মায়ামিকে চেপে ধরে আল-নাসর। মাত্র ৩ মিনিটেই আল-নাসরকে লিড এনে দেন ওতাভিও। বক্সের মধ্যে ব্রোজোভিকের বাড়িয়ে দেয়া বল দারুন শটে লক্ষ্যভেদ করেন এই পর্তুগীজ মিডফিল্ডার। প্রথম গোল পেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ডাগআউটে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচের ১০ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন তালিস্কা। সতীর্থদের ওয়ান টু ওয়ান পাস থেকে বক্সের মধ্যে ক্রস পেয়ে যান তিনি। প্রথম সুযোগেই স্লাইড করে বল জালে জড়ান আল-নাসরের এই তারকা ফুটবলার। দুই মিনিট বাদেই প্রতিপক্ষ গোলকিপার সামনে এগিয়ে দাঁড়ালে নিজেদের আর্ধ থেকেই আইমেরিক লাপোর্ত বুদ্ধিদীপ্ত লম্বা শটে দারুন এক গোল করেন।
এদিকে ম্যাচের ৩৯ মিনিটে উত্তেজনা ছড়ায় মাঠে। আল-নাসর ফুটবলারকে ফাউল করলে তৎক্ষণাৎ ইন্টার মায়ামির সেই খেলোয়াড়কে ওয়ান ফুটেড চ্যালেঞ্জ করেন আল-নাসরের আরেক ফুটবলার। এতে করে কিছু সময় মাঠে উত্তাপ ছড়ালেও প্রথম আর্ধে আর কোন গোলের দেখা পায়নি কোন দল।
দ্বিতীয় আর্ধেও নিজেদের আক্রমণ চালিয়ে যায় আল-নাসর। মারান বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়লে তাকে আটকাতে ফাউল করেন ইন্টার মায়ামি গোলকিপার। এতে ম্যাচের ৫১ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় আল-নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর পর দলের সবথেকে নির্ভরযোগ্য তারকা মিস করেননি সুযোগ। তালিস্কা করেন নিজের দ্বিতীয় গোল।
ম্যাচের ৬৮ মিনিটে কর্নার থেকে সতীর্থের হেড রেফলেক্ট হয়ে আসলে দ্বিতীয় হেডে গোল করে স্কোরশীটে নাম তোলেন মোহাম্মদ মারান। ৫ মিনিট বাদে সতীর্থের বাড়ানো লম্বা বল পেয়ে একাই বক্সে ঢুকে পড়েন তালিস্কা। দারুন ফিনিশিংয়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। অফ সাইডের সন্দেহ মুক্ত হতেই রোনাল্ডোর আইকনিক ‘সিইইউ’ সেলিব্রেশন করেন তালিস্কা।
ম্যাচের ভরাডুবি দেখে ৮৩ মিনিটে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল কোন চমক দেখানোর। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে হয়নি আর কোন পরিবর্তন। ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসর।
ম্যাচে হ্যাটট্রিক করায় মোস্ট ভেলুয়েবল প্লেয়ার পুরস্কার পান ব্রাজিলিয়ান ফুটবলার তালিস্কা। রিয়াদের কিংডম অ্যারেনায় এটিই ছিল কোন ফুটবলারের প্রথম হ্যাটট্রিক। এদিকে মাঠে নামতে না পারলেও পুরো সময় ডাগআউটে বসে ম্যাচ দেখেছেন পর্তুগীজ বর পুত্র ক্রিস্টিয়ানো রোনালদো।
আরও পড়ুন: ভাষার মাস উপলক্ষে বিশেষ জার্সি পরে খেলবে সিলেট
ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৪/এফএএস