ম্যাচের ৮৭ মিনিটেও পিছিয়ে রোনালদো-মানে বাহিনী। পরের দশ মিনিটে স্কোরকার্ড আল নাসের ৪-০ আল শাবাব! অবিশ্বাস্য হলেও ঠিক এমনটিই ঘটেছে গতকালের প্লে অফের ম্যাচে।
এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে হলে জিততেই হবে এই ম্যাচ। এমন সমিকরণ নিয়ে মাঠে নামে আল শাবাব ও আল নাসের। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ৮৭ মিনিট পর্যন্ত এগিয়েও ছিলো আল শাবাব। কিন্তু, রক্ষণদূর্গ সামলাতে না পারায় শেষ পর্যন্ত আল নাসেরের কাছে ৪-২ গোলে হেরেছে তাঁরা।
রিয়াল মাদ্রিদে থাকাকালীন শেষদিকে এসে এমন অনেক ম্যাচ জিতিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গতকাল দলের হয়ে কোন গোল না করতে পারলেও যেভাবে দলকে সাহস জুগিয়েছেন সেটাও প্রশংসার দাবিদার।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল নাসের। ১১ মিনিটে ব্রাজিলিয়ান তারকা তালিসকার হেডে লিড নেয় আল নাসের। তবে ঠিক ৭ মিনিট পরেই ইয়াহিয়া আল-ঘাসানির গোলে সমতায় ফেরে আল শাবাব।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ মিনিটে নিজের ও শাবাবের হয়ে দ্বিতীয় গোল করে দলকে আবারও এগিয়ে দেন আল-ঘাসানি।
কিন্তু, জয়ের আশায় থাকা আল শাবাব খেই হারায় ম্যাচের ৮৮ মিনিটে। নাসেরের ডিফেন্ডার সুলতান আল ঘানামের গোলে সমতায় ফেরে আল নাসের।
পরবর্তীতে যোগ করা সময়ে অর্থাৎ ৯৫ মিনিটে নিজের ডাবল পূর্ণ করেন প্রথম গোল দেয়া তালিসকা। ৯৭ মিনিটে শেষ গোলটি দেন মার্সেলো ব্রজোভিচ।
ম্যাচে আল নাসের নাটকীয় ভাবে জয় তুলে নিলেও প্রতিপক্ষের কড়া মার্কিংয়ে গোল পাননি রোনালদো। তবে বেশ কিছু সুযোগ বানিয়ে দুর্দান্ত খেলেছেন পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী এই পর্তুগীজ তারকা।
আরও পড়ুন: ক্যান্সারে না ফেরার দেশে সাবেক টাইগার কোচ হিথ স্ট্রিক
ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৩/এমএইচ