শেষবারের মতো ইউরো খেলছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ আসরে শিরোপা জিতে নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন সিআরসেভেন। সে লক্ষ্যে মঙ্গলবার (১৮ জুন) গ্রুপপর্বের প্রথম ম্যাচে চেক রিপাবলিকের মুখোমুখি হয় পর্তুগাল। এ ম্যাচে চেকদের ২-১ গোলে হারিয়ে আসরে দারুণ শুরু পেল ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।
এ ম্যাচে কোনো গোল করতে পারেননি রোনালদো। একাধিকবার প্রতিপক্ষের গোলপোস্ট আক্রমণ করেছেন তিনি। তবে চেক প্রজাতন্ত্রের গোলকিপার জিন্দরিচ স্টানিক বার বার আটকে দেন রোনালদোকে।
এদিন গোল না পেলেও পর্তুগালের আক্রমণভাগ সচল রাখতে দারুণ ভূমিকা রেখেছেন রোনালদো। কয়েকটি গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি এ ম্যাচে বল পাসে শতভাগ সফলতা ছিল এই ৩৯ বছর বয়সী তারকার।
আরও পড়ুন:
» পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে জয় পেল পর্তুগাল
» শেষবারের মতো কোপা আমেরিকায় নামছেন মেসি
» আজ যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে গোটা পাকিস্তান
শিরোপাপ্রত্যাশী পর্তুগালের জয়ের পর রোনালদোকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছে তার বর্তমান ক্লাব আল নাসর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রোনালদোর ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছে, ‘প্রথম ম্যাচে পর্তুগিজদের জয়। এই জয়ের জন্য আমরা আমাদের নেতা ক্রিস্টিয়ানো রোনালদোকে অভিনন্দন জানাই।’
এদিন এদিন লাইপজিগের রেড বুল অ্যারেনায় পুরো ম্যাচজুড়েই আধিপত্য বজায় রাখে পর্তুগাল। তবে ৬২তম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়লেও তার কয়েক মিনিট পরেই সমতায় ফেরে দলটি। নির্ধারিত সময়ে ১-১ সমতার পর ম্যাচের যোগ করা সময়ে গোল করে চেকদের কাছ থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে নেয় রোনালদোরা।
ক্রিফোস্পোর্টস/১৯জুন২৪/বিটি