Connect with us
ফুটবল

দারুণ প্রত্যাবর্তনেও রিয়ালের জয় ঠেকাতে পারলো না আলাভেস

Mbappe
রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত

লা লিগায় ৩ গোলে এগিয়ে গিয়েও স্বস্তিতে ছিলেননা রিয়াল মাদ্রিদ। শেষ দিলে ৮৫ এবং ৮৬ মিনিটে গোল করে রিয়ালের নিশ্চিত জয় প্রায় ছিনিয়ে নিয়েছিল আলাভেস। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পায় রিয়াল।

বার্নাব্যুতে খেলা শুরুর প্রথম মিনিটেই ১-০ তে এগিয়ে যাই রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেন লুকাস ভেসকেস। এর পর ৪০ মিনিটে ব্যবধান বাড়ায় কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার আলাভেসের জালে বল জোড়ায় রিয়াল। রদ্রিগো গোয়েসের গোলে বড় ব্যবধানে এগিয়ে থাকে রিয়াল। এরপরই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৮৫ মিনিটে এসে পাল্টিয়ে যাই ম্যাচের মোড়। ৮৫ মিনিটে বক্সের মাথা থেকে বাঁকানো শটে গোল করেন আলাভেসের মিডফিল্ডার কার্লোস ভেনাভিয়েজ। পরের মিনিটে না পেরোতেই গোল করেন এনরিক গার্সিয়া। ফলে ৩-২ গোলে ব্যবধান কমাই আলাভেস। আলাভেসের হাতে তখন নির্ধারিত সময়ের ৪ মিনিট এবং অতিরিক্ত সময় ছিল বাকি ছিল। ড্র করার স্বপ্ন দেখছিল এনরিক গার্সিয়ারা। কিন্তু শেষ হাসি রিয়াল মাদ্রিদই হাসলো।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে হেরে টানা ম্যাচ জেতার রীতির অবসান অস্ট্রেলিয়ার

জয়ের পর রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ‘ ভাবতে পারেন, খেলায় জয় হয়ে গেছে কিন্তু এরপর প্রতিপক্ষ একটি গোল করল এবং আত্মবিশ্বাস পেয়ে গেল পরে আবার গোল করলো এবং জিতেও গেল। এটাই ফুটবল। ফুটবলে এটাই ঘটে। আমরা অবশ্যই কখনও চাই না এটা ঘটুক। কিন্তু এমন কিছু হতেই পারে।’

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল