Connect with us
ফুটবল

মেসিকে ভুলে গেলেন আলকারাজ, উঠল সমালোচনার ঝড়

messi and alcaraz
মেসি ও আলকারাজ। ছবি- সংগৃহীত

বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসিকে প্রিয় ফুটবলারের তালিকায় না রেখে বিতর্কে জড়িয়েছেন স্পেনের উদীয়মান টেনিস তারকা কার্লোস আলকারাজ। ‘ওভারটাইম টেনিস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পাঁচ প্রিয় ফুটবলারের নাম বললেও মেসির নাম বলেননি।

আলকারাজের তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদের তিন কিংবদন্তি—ক্রিশ্চিয়ানো রোনালদো, সের্জিও রামোস ও লুকা মদ্রিচ। সঙ্গে ছিলেন বার্সেলোনার সাবেক তারকা রোনালদিনহো ও নেইমার।

রিয়াল মাদ্রিদের সমর্থক হিসেবে পরিচিত আলকারাজের পছন্দে দলীয় প্রভাব স্পষ্ট।


আরও পড়ুন

» মে-জুনে ১০ টি-টোয়েন্টি খেলবেন শান্ত-রিশাদরা

» ১২ বছর আগে আজকের দিনে ইতিহাস গড়েছিলেন লেভানডোভস্কি


সাক্ষাৎকারটি প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায় এবং ফুটবলপ্রেমীরা প্রশ্ন তোলেন—মেসির মতো কিংবদন্তিকে উপেক্ষা করা কি সম্ভব? বিষয়টি বুঝতে পেরে আলকারাজ নিজেই মন্তব্য করে দুঃখ প্রকাশ করেন, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না, মেসিকে বাদ দিয়ে পাঁচজনের নাম বলেছি!

তবে শুধু মেসিই নন, তালিকায় ছিলেন না পেলে, ম্যারাডোনা বা ইয়োহান ক্রুইফের মতো কিংবদন্তিরাও। এমনকি স্বীকার করেছেন, রোনালদিনহোর খেলা সরাসরি না দেখেও তাকে তালিকায় রেখেছেন—যা অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল