Connect with us
ক্রিকেট

বিপিএলকে আকর্ষণীয় করতে উদ্বোধনী অনুষ্ঠানসহ যত আয়োজন

All kinds of events, including the opening ceremony, to make the BPL attractive
২০২৫ বিপিলে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। ছবি- সংগৃহীত

বাংলাদেশে আয়োজিত সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুধু তাই নয়, বিশ্বের অন্যান্য ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যেও বেশ পুরাতন এই টুর্নামেন্ট। ২০১২ সাল থেকে পথচলা শুরু হলেও ধীরে ধীরে উন্নতির পরিবর্তে রঙ হারিয়েছে টুর্নামেন্টটি। পূর্বের মতো উদ্বোধনী অনুষ্ঠানগুলোও আয়োজন করা হয় না তেমন জাঁকজমকপূর্ণভাবে। তবে সরকার বদলের সঙ্গে সঙ্গে বদল আসতে পারে বিপিএল আয়োজনেও, এমন স্বপ্নই দেখছেন দেশের ক্রিকেট ভক্তরা।

নতুন বোর্ড প্রধান দায়িত্ব নেওয়ার পরপরই নতুন কিছুর স্বপ্ন দেখছেন ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বাকিরাও। এদিকে বিসিবিও বিপিএলের মান বাড়াতে ব্যাপক তোড়জোড় শুরু করেছে। বিপিএলকে বিগত আসরগুলোর তুলনায় আরও আকর্ষণীয় করতে কাজ করছে খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তাঁর দফতর।

এবারের বিপিএলকে আকর্ষণীয় করতে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা। সেই ধারাবাহিকতায় এবারের বিপিএলের জন্য নির্ধারণ করা তিন ভেন্যুতেই পৃথকভাবে আয়োজন করা হবে উদ্বোধনী অনুষ্ঠান। আগামী ২৩ ডিসেম্বর মিরপুরে, ২৫ ও ২৭ ডিসেম্বর যথাক্রমে সিলেট ও চট্রগ্রামে আয়োজিত হবে এই অনুষ্ঠানগুলো।

আরও পড়ুন:

» সাকিবকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন মিরাজ

» তাসকিনকে নিয়ে স্ত্রীর আবেগঘন বার্তা 

এসময় কারা পারফর্ম করবে সেটা এখনও নিশ্চিত করেনি বিসিবি। তবে সর্বোচ্চ আকর্ষণীয় করতে প্রস্তুত খোদ প্রধান উপদেষ্টার দফতর।

BPL 2025

বিপিএলের ৭টি দল। ছবি- সংগৃহীত 

এবারের বিপিএলের মাস্কাট আয়োজনেও থাকছে চমক। এবারের মাস্কাট আয়োজন করা হবে সোনারগাঁ হোটেলে। বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব ফাহিম সিনহা বলেন, ‘তিনটি ভেন্যুতেই পৃথকভাবে আয়োজন করা হবে উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়াও ছোটখাটো অনুষ্ঠানও আয়োজিত হবে।’

একই সঙ্গে এবারের বিপিএলে বেটিং ও বেটিং সংশ্লিষ্ট বিজ্ঞাপনগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ফলে ফ্রাঞ্চাইজি থেকে শুরু করে ব্রডকাস্টা কোনোখানেই যেন বেটিংয়ের কালো থাবা না পড়ে সেটা শুরু থেকেই লক্ষ্য রাখবে বিসিবি। এ বিষয়ে ফাহিম সিনহা বলেন, ‘আমরা আগে একবার একটা ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে এমন অভিযোগ পেয়েছিলাম। সতর্ক করার পর তাঁরা সরে যায়। এবার লক্ষ্য থাকবে শুরু থেকে নিরাপদ রাখতে।’

টুর্নামেন্ট ঘিরে দর্শক উপস্থিতি বাড়াতে টিকিট থাকবে দর্শকদের নাগালের মধ্যে। অনলাইন টিকিটের ব্যবস্থা থাকবে। ফলে দর্শকদের হয়রানি কমবে। এখন দেখার বিষয় নতুন বোর্ডের অধীনে কতটা জাঁকজমকপূর্ণ হয় বিপিএলের ১১তম আসর।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট