বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতের জয় শাহ। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই এর সচিব। মাত্র ৩৫ বছর বয়সী জয় এরই মধ্যে বনে গেছেন আইসিসির সর্বকনিষ্ঠ বা সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান।
আইসিসির সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হয় সংস্থাটির চেয়ারম্যান। বর্তমানে আইসিসির সদস্য সংখ্যা ১৬। তবে এবার আইসিসি বোর্ডের মনোনীত প্রার্থী ছিলেন কেবল জয় শাহ। তাই আনুষ্ঠানিক কোন নির্বাচনের প্রয়োজন হয়নি। সদস্য দেশগুলোর সমর্থনে গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করে আইসিসি।
তবে আইসসির সকল সদস্য দেশ সমর্থন দেননি এই ভারতীয় বোর্ড কর্তার। সদস্য ভুক্ত ১৬ দেশের মধ্যে ১৫ দেশের ক্রিকেট বোর্ড জয় শাহকে সরাসরি সমর্থন জানান। তবে একমাত্র ব্যতিক্রম হিসেবে ভারতীয় এই কর্মকর্তাকে সমর্থন জানাননি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বাকি সবাই তাকে সমর্থন জানান মনোনয়ন পর্বেই।
যদিও কোন প্রকার সমর্থন না জানালেও জয় সাহার বিরোধিতাও করেনি পিসিবি। আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘পিসিবি কোনও মন্তব্য করেনি। যদিও ওদের মতামত তেমন একটা গুরুত্বপূর্ণ ছিল না। কারণ বাকি সব সদস্যরাই জয় শাহকে সমর্থন করেছেন। পিসিবি কেবল দর্শকের ভূমিকা পালন করে গেছে। কোনও মতামত দেয়নি।’
সেই কর্মকর্তা আরও বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড কোন প্রকার বিরোধীতা করেনি এবং নিজেদের মতামত জানায়নি। যেহেতু পিসিবি নীরবতা অবলম্বন করেছে, সেহেতু তাদের মৌনতাকে পরোক্ষ সমর্থন হিসেবে ধরে নিচ্ছে আইসিসি। এতে গ্রেগ বার্কলের পরিবর্তে সংস্থাটির নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জয় শাহ।
আরও পড়ুন: নতুন বাংলাদেশের জন্য প্রাণ দানকারীদের সাফ শিরোপা উৎসর্গ
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/এফএএস