রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে ইউনাইটেড ম্যানচেস্টার। এছাড়া তারকা ক্রিকেটারকে ছাড়াই উইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়াও বিশ্বজুড়ে আজ (৬ জানুয়ারি ২০২৫) কীড়াঙ্গন ছিল ঘটনাবহুল।
এক নজরে সারা দিনের আলোচিত খেলার পাঁচটি খবর
তারকা ক্রিকেটারকে ছাড়াই উইন্ডিজ সফরের দল ঘোষণা বিসিবির
তিনটি ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে আজ সোমবার (৬ জানুয়ারি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্লাব ফুটবলে দলবদলের নতুন সিদ্ধান্ত বাফুফের
বিশ্বজুড়ে চলমান ক্লাব ফুটবলে মৌসুমের মধ্যবর্তী সময়ে এসে দলবদল করা স্বাভাবিক প্রক্রিয়া। সেই ধারাবাহিকতায় বাংলাদেশও নিজেদের ঘরোয়া ক্লাব ফুটবলে মৌসুমের মধ্যবর্তী সময়ে দলবদল করে থাকে। এতে করে চলমান মৌসুমের ভুলভ্রান্তি কমিয়ে দলকে শক্তিশালী করার সুযোগ পাওয়া যায়। তবে নিয়মিত এই প্রক্রিয়াকে বাদ দিয়েই এবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করেছে বাফুফে।
আরও পড়ুন :
» সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে চিন্তার কিছু নেই : আজমল
» ধারাবাহিক ব্যর্থ লিটনকে দলে রাখা নিয়ে যা বললেন প্রধান কোচ
» হলান্ডের জোড়া গোলে ৬৭ দিন পর সিটির জোড়া জয়
রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল ইউনাইটেড
গত রাতে প্রিমিয়ার লিগের অন্যতম আকর্ষণীয় ম্যাচে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হয়েছিল এনফিল্ডে। দুই ঐতিহাসিক ক্লাবের এই ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রতে শেষ হয়। ম্যাচে দুই দলই অসাধারণ পারফরম্যান্স দেখালেও শেষ মুহূর্তে হ্যারি ম্যাগুয়ারের সহজ সুযোগ মিস করার কারণে তিন পয়েন্ট হাতছাড়া হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। অন্যদিকে, মোহাম্মদ সালাহ ও আমাদ দিয়ালোর অসাধারণ গোলের কারণে ম্যাচটি সমতায় শেষ হয়।
হেলসের সেঞ্চুরিতে বড় টার্গেট টপকে গেল রংপুর, জয়হীন সিলেট
বিপিএলের প্রথম পর্বে কেবল এক ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে সেখানে কোন জয়ের দেখা পায়নি তারা। এবার ভাগ্য বদলের আশায় ঘরের মাঠে দারুন শুরু করেছিল সিলেট। প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে জাকির হাসান-রনি তালুকদারদের ঝড়ো ব্যাটিংয়ে ২০৫ রানের বিষয় সংগ্রহ গড়ে তারা। তবে রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে জয়ের মুখ দেখা হয়নি স্ট্রাইকার্সদের।
সাব্বিরকে দলে না রাখার কারণ জানাল ক্যাপিটালস
জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন একাধিক ক্রিকেটার নিয়ে গঠন করা হয়েছিল এবারের বিপিএলের দল ঢাকা ক্যাপিটালস। চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার শাকিব খানের গড়া এই দলের নেতৃত্বে আছেন থিসেরা পেরেরা। মিরপুরের মাঠেও টুর্নামেন্টের শুরু থেকে দেখা যাচ্ছে রানের ফোয়ারা। তবে সেখানে এখন পর্যন্ত এবার জয়ের দেখাই পায়নি ঢাকা ক্যাপিটালস।
ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২০২৫/এসএ