আজ বাংলাদেশ ক্রিকেট দলের ‘শুভ জন্মদিন’। আজ বাংলাদেশের কোনো খেলা না থাকলেও চলমান বিপিএলে অনুষ্ঠিত হয়েছে দুই ম্যাচ। আলাদা আলাদা ম্যাচে হেরেছে আসরে এখনো জয়বঞ্চিত থাকা ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। এছাড়াও বিশ্বজুড়ে আজ (৭ জানুয়ারি ২০২৫) ক্রীড়াঙ্গন ছিল ঘটনাবহুল।
এক নজরে সারা দিনের আলোচিত খেলার পাঁচটি খবর
আজ বাংলাদেশ ক্রিকেট দলের ‘শুভ জন্মদিন’
পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর বুকে জেগে ওঠে নতুন একটি দেশ, নতুন একটি পতাকা এবং নতুন একটি পরিচিতি। যেখানে দীর্ঘ ২৩ বছরের অন্যায় অত্যাচারের কঠিন সময় পার করে জন্ম নেয় আজকের এই বাংলাদেশ। স্বাধীনতা অর্জনের পর নতুনরূপে গড়ে উঠতে থাকে সোনার বাংলা। ওই সত্তরের দশকেই ‘বাংলাদেশ’ নামে প্রথমবারের মতো ক্রিকেট খেলতে নামে ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজ সফরে যে কারণে বাংলাদেশ দলে নেই জাহানারা
বাংলাদেশ নারী ক্রিকেট দল শিগগিরই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে। তবে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। তাকে বাদ দেওয়ার কারণ হিসেবে মানসিক স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন নির্বাচক সাজ্জাদুল আলম শিপন। তবে জানা গেছে, বর্তমানে জাহানারা অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং সেখানকার একটি স্থানীয় লিগে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন:
» সৌম্যর মাঠে ফেরার অপেক্ষা আরো বাড়লো
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি দেখা যাবে সাকিব-তামিমকে? যা বলল বিসিবি
» কোহলিকে যে বার্তা দিলেন এবি ডি ভিলিয়ার্স
বরিশালের জার্সিতে নতুন ভূমিকায় নাজমুল শান্ত
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একজন ব্যাটার হিসেবেই পরিচিত। তবে স্বীকৃত ক্রিকেটে বোলারের ভূমিকায়ও দেখা গেছে তাকে। তবে চলমান বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে নতুন ভূমিকায় দেখা গেছে শান্তকে। দলের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম ইনজুরিতে থাকায় উইকেটরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এই তারকা।
দলে ৬ পরিবর্তন এনেও হারল ঢাকা, রংপুরের পাঁচে পাঁচ
বিপিএলের গত কয়েকটি আসর ধরেই ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে আসছে ঢাকা ফ্রাঞ্চাইজি। তবে এবারের বিপিএলে নতুন মালিকানায় বেশ প্রত্যাশা জাগিয়েছিল ফ্রাঞ্চাইজিটি। তবে তাতেও ভাগ্য বদলায়নি দলটির। চলতি আসরে এখনো প্রথম জয়ের খোঁজে ঢাকা ক্যাপিটালস। ঢাকা পর্বে টানা তিন হারের পর সিলেটে প্রথম জয়ের খোঁজে নিজেদের চতুর্থ ম্যাচে ৬ পরিবর্তন এনে একাদশ সাজিয়েও হেরেছে রাজধানীর দলটি। অন্যদিকে ৫ ম্যাচে টানা পাঁচ জয় নিয়ে উড়ছে রংপুর রাইডার্স।
চলছে সিলেটের হারের মিছিল, হেসেখেলে জিতল বরিশাল
চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে হারের মিছিলে যোগ দিয়েছে সিলেট স্ট্রাইকার্সও। এবারের আসরে এখনো জয়ের দেখা পায়নি এই দুই দল। ঢাকা ৪ ম্যাচ এবং সিলেট ৩ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ঘরের মাঠে ফরচুন বরিশালের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে সিলেট স্ট্রাইকার্স।
ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৫/বিটি