Connect with us
ক্রিকেট

বাংলাদেশ নারী ক্রিকেট দলের যত অর্জন

Bangladesh Women Cricket Team
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটীয় আঙিনায় নারী ক্রিকেটের অর্জনের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে৷ সর্বশেষ গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতে সে অর্জনের পাল্লাটা আরো ভারী করেছে টাইগ্রেসরা৷ ২০০৭ সালে প্রথম বারের মতো আন্তর্জাতিক অভিষেক হওয়া দলটি ইতোমধ্যে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মতো জিতেছে এশিয়া কাপ। এমনকি এশিয়ান গেমসের তিনটি আসরেও গলায় ঝুলিয়েছে রৌপ্য ও ব্রোঞ্জ পদক ৷

১৬ বছর আগে ব্যাংককে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গণে পথচলা শুরু হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের৷ শুরুটাও স্মরণীয় করে রাখে লেডি টাইগার্সরা৷ প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেয় তারা৷ এরপর একই বছর টাইগ্রেস বাহিনী এসিসি নারী টুর্নামেন্টে অংশ নিয়ে জিতে নেয় শিরোপা। সময়ের তালে ক্রমেই সাফল্যের পাল্লা ভারী হতে থাকে নারী ক্রিকেটের৷

এসিসি নারী টুর্নামেন্টে বাংলাদেশের শিরোপা জয়।

অভিষেকের মাত্র ৩ বছরের মধ্যেই সাফল্য ছুঁতে থাকে দলটি৷ ২০১১ সালে তৎকালীন নারী দলের কোচ মমতা মাবেনের অধীনে নিজেদের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করে টাইগ্রেসরা। সে বছর নিজেদের মাটিতে আয়োজিত নারী বিশ্বকাপ বাছাইপর্ব ৫ম স্থানে থেকে শেষ করে বাংলাদেশ৷ তবে এই বাছাইপর্ব বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য আনুষ্ঠানিকভাবে সাফল্যের দুয়ার খুলে দেয়৷ বাছাইপর্বে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের নারী দলকে ৯ উইকেটে পরাজিত করে বাংলাদেশ৷ এ জয়ের মাধ্যমে নেদারল্যান্ডসকে হটিয়ে আইসিসির একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার মর্যাদা পায় বাংলাদেশ নারী দল৷

একই বছর সাভারের বিকেএপসিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে টাইগ্রেসরা৷ মাত্র এক বছর পর ২০১২ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় নারী ক্রিকেট দলের৷ এখন পর্যন্ত ওয়ানডেতে দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে ৬৩টি ম্যাচ খেলে বাংলাদেশ। এর মধ্যে অবশ্য জয়ের সংখ্যা কমই৷ ৬৩ ম্যাচে রয়েছে ১৭ জয়। কিন্তু টি-টোয়েন্টিতে তুলনামূলক দারুণ উজ্জ্বল বাংলাদেশ নারী ক্রিকেট দল৷ এখন পর্যন্ত ১১০টি ম্যাচে জয় রয়েছে ৪৩টিতে৷ ফলাফল হয়নি একটি ম্যাচে৷

১৯৭৩ সাল থেকে শুরু হওয়া নারী ক্রিকেট বিশ্বকাপ এরই মধ্যে পেরিয়েছে ১২টি আসর৷ ২০২২ সালে সর্বশেষ আসরে প্রথম বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে বাংলাদেশ। টুর্নামেন্টে ৮ম স্থান নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে টাইগ্রেসরা৷

ওয়ানডে বিশ্বকাপে তুলনামূলক পিছিয়ে থাকলেও বাংলাদেশ নারী ক্রিকেট দল এরই মধ্যে খেলে ফেলেছে পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ সংস্করণের বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়নও হয়েছে তিনবার। ২০১৪ সালে ঘরের মাটিতে প্রথম বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় টাইগ্রেসরা৷ সেই আসরে ৫ ম্যাচে ২টি জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করে তারা৷ এটিই এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নারীদের সেরা সাফল্য৷

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৮ সালে৷ মালেশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের সপ্তম আসরে ভারতকে ৩ উইকেটে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম বারের বৈশ্বিক কোনো শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। এর আগে সেমিফাইনালে স্বাগতিক মালেশিয়াকেও ৭০ রানে হারিয়ে প্রথমবার ফাইনালে ভারতের মুখোমুখি হয় জাহানারা-সালমারা৷ এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের ৮টি আসরের ৭টিতেই চ্যাম্পিয়ন ভারতীয় নারী ক্রিকেট দল৷ ২০১৮ সালে ভারতের অপরাজেয় রেকর্ড ভেঙে এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন হয় টাইগ্রেসরা৷

সর্বশেষ গত ২০২১ সালে ২ এপ্রিল দিনটি নারী ক্রিকেটে বাংলাদেশের জন্য আরেকটি আনন্দ ও গৌরব বয়ে আনে। প্রথম বারের মতো ক্রিকেটের সবচেয়ে এলিট ফরম্যাট তথা টেস্ট ক্রিকেটের মর্যাদা পায় নিগার-ফারাজানারা৷

আরও পড়ুন: বাংলাদেশ যুব ক্রিকেট দলের যত অর্জন

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট