দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা উল্টে এলো ২০২৫ সাল। নতুন বছরকে ইতোমধ্যেই বরণ করে নিয়েছে ক্রীড়াঙ্গন। নতুন বছরকে ঘিরে বাংলাদেশের ফুটবলে পুরুষ, নারী ও জুনিয়র পর্যায়ে থাকছে রাজ্যের ব্যস্ততা।
তবে নতুন বছরের এ ব্যস্ততার চেয়েও ফুটবলপ্রেমীরা প্রতীক্ষায় রয়েছে আরো এক বিশেষ মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগ(ইপিএল) খেলা হামজা চৌধুরীকে আগামী মার্চে লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্রও মিলেছে তার। তাই নতুন বছরে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছেন তিনিই।
নতুন বছরে বাংলাদেশের ফুটবলীয় উন্মাদনা নারী ফুটবল দিয়ে শুরু হবে। আগামী ফেব্রুয়ারিতে ফিফা উইন্ডোতে বাংলাদেশের তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। ১৭-২৫ ফেব্রুয়ারিতে হতে যাওয়া ফিফা উইন্ডোতে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সাড়া না মিললে বিকল্প চিন্তা করবে বাফুফে। মার্চ, এপ্রিল এবং মে মাসেও রয়েছে ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচ। তবে নারী ফুটবলের সবচেয়ে বড় মঞ্চায়ন হতে যাচ্ছে আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই। এসময়ে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের বাছাইপর্ব। গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্টে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন :
» শেষ মুহূর্তের আক্ষেপে ইউরোপে খেলা হচ্ছে না ঋতু-সাবিনার
» পরবর্তীতে কোন ক্লাবের হয়ে খেলবেন, রোনালদো জানালেন নিজেই
জুনিয়র পর্যায়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ হবে জুলাই মাসে। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই আগস্টে অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরে মাঠে গড়াবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশীপ। এর মাত্র এক মাস পরেই অক্টোবরে এএফসি বাছাইও খেলতে হবে তাদের।
পুরুষ ফুটবলেও বছর জুড়ে দম ফেলার সুযোগ নেই তপু বর্মণ-তারিক কাজীদের। নতুন বছরে তাদের শুরুটা হবে কঠিনতম পরীক্ষা দিয়ে। এশিয়া কাপ বাছাইয়ে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আশার কথা হলো, এ ম্যাচের মধ্য দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে ছাপাবেন প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরী।
বাছাইপর্বে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আরও রয়েছে হংকং ও সিঙ্গাপুর। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ৬ টি ম্যাচ খেলবে দলগুলো। চলতি বছরে বাংলাদেশের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ-সিঙ্গাপুরের হোম ম্যাচটি আয়োজিত হবে ১০ জুন। অন্যদিকে হংকংয়ের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১৪ অক্টোবর। এছাড়া ভারতের বিপক্ষে চলতি বছরের ১৮ নভেম্বর হোম ম্যাচে মুখোমুখি হবে জামাল-তপুরা।
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ছাড়াও নতুন বছরে আছে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ। যদিও টুর্নামেন্টের ভেন্যু ও সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য জুন-জুলাইয়ে মাঠে গড়াতে পারে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্ট। এছাড়া রয়েছে ফিফা উইন্ডোতে জাতীয় দলের ম্যাচও। ২ থেকে ১০ জুন, ২ থেকে ১০ সেপ্টেম্বর, ৬ থেকে ১৪ অক্টোবর এবং ১০ থেকে ১৮ নভেম্বর রয়েছে ফিফা উইন্ডো।
২০২৫ সালে বাংলাদেশ নারী ফুটবলের ম্যাচসুচি
১৭-২৫ ফ্রেব্রুয়ারি | ফিফা উইন্ডো (৩ ম্যাচ) |
৩১ মার্চ- ৮ এপ্রিল | ফিফা উইন্ডো ( ২ম্যাচ) |
২৬ মে- ৩ জুন | ফিফা উইন্ডো (২ ম্যাচ) |
২৩ জুন-৫ জুলাই | নারী এশিয়া কাপ বাছাই হোম/অ্যাওয়ে |
১-১১ জুলাই | সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ |
২-১০ আগস্ট | এএফসি অ-২০ বাছাই |
১৪-২৪ সেপ্টেম্বর | সাফ অ-১৭ চ্যাম্পিয়নশীপ |
৯-১৭ অক্টোবর | এএফসি অ-১৭ বাছাই |
২০-২৮ অক্টোবর | ফিফা উইন্ডো ( ২ ম্যাচ ) |
২৪ নভেম্বর-২ ডিসেম্বর | ফিফা উইন্ডো ( ২ ম্যাচ ) |
২০২৫ সালে বাংলাদেশ পুরুষ ফুটবলের সূচি
২৫ মার্চ | এশিয়া কাপ বাছাই- ভারত |
৮-১৮ মে | সাফ অ-১৯ -ভারত |
১০ জুন | এশিয়া কাপ বাছাই- সিঙ্গাপুর |
১৫ জুন-২৫ জুলাই | সাফ চ্যাম্পিয়নশিপ হোম/অ্যাওয়ে |
১-৯ সেপ্টেম্বর | এএফসি অ-২৩ বাছাই |
২-১০ সেপ্টেম্বর | ফিফা উইন্ডো |
৯ অক্টোবর | এশিয়া কাপ বাছাই- হংকং |
১৪ অক্টোবর | এশিয়া কাপ বাছাই-হংকং |
১৮ নভেম্বর | এশিয়া কাপ বাছাই- ভারত |
২২-৩০ নভেম্বর | এএফসি অ-১৭ বাছাই |
ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২০২৫/টিএইচ/এসএ