Connect with us
ম্যাচ ফিক্সচার

২০২৫ সালে ব্রাজিলের যত খেলা, একনজরে সময়সূচি

TEam brazil
ব্রাজিল ফুটবল দল। ছবি- সংগৃহীত

ফুটবলের প্রায় সর্বস্ব জুড়েই ব্রাজিলের রাজত্ব। ফুটবলের ইতিহাস, ঐতিহ্য কিংবা নামকরা তারকা–কি নেই ব্রাজিলে। ট্রফি ক্যাবিনেটে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরবের সঙ্গে জুড়ে রয়েছে আরও ৯টি মহাদেশীয় শিরোপার সাফল্য। ফুটবলে সাফল্যের বিচারে কারো চোখে ব্রাজিল নামটা দুনিয়ার, আরো এগিয়ে কেউ কেউ রায় দেন সর্বকালের সেরা।  

তবে সাম্প্রতিক সময়ে নামের প্রতি সুবিচার তো নয়ই, বরং ব্রাজিলের নামের সঙ্গে একের পর এক দুর্নাম কুড়িয়ে আসছে ভিনিসিয়ুস-রদ্রিগোরা। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ভরাডুবির পর থেকে ব্রাজিলের জন্য ভাগ্যদেবতা এখনো যেন উঁকি দেয়নি।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া ২০২৪ কোপা আমেরিকায়ও সমর্থকদের আরো একবার হতাশয় ডুবিয়েছে সেলেসাওরা। গ্রুপ পর্ব কোনোমতে উতরে গেলেও সেমিফাইনালে উরুগুয়ের কাছে ধরাশায়ী হয় রাফিনিয়া-রদ্রিগোরা। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো এবারও টাইব্রেকারে আটকে যায় ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল।


আরও পড়ুন :

» ব্রাজিলের সেই ২০১৪ সেমিফাইনালের সদস্যরা কে কোথায় এখন?

» ব্যালন ডি’অর বিতর্ক : রোনালদোর মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন রদ্রি

» দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন বিসিবি প্রধান


ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়েও আরো করুণ সময় কাটছে ব্রাজিলের। এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে সেলেসাওরা ৫টি জয়, ৪টি হার এবং ৩টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১২ ম্যাচে ৩ হারের বিপরীতে আলবিসেলেস্তদের জয় ৮টিতে। ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্রাজিলকে থাকতে হবে ১০ দলের মধ্যে সেরা ছয়ে।

কাগজে-কলমে সহজ মনে হলেও ব্রাজিলের জন্য কঠিন-ই বলা চলে। বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ দুই ম্যাচেও জয়ের দেখা পায়নি ব্রাজিল। আসন্ন ম্যাচগুলোতেও ব্রাজিলের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

একনজরে ২০২৫ সালে ব্রাজিলের যত ম্যাচ

২০২৪ সালে কোপা আমেরিকা, প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাই মিলিয়ে সর্বমোট ১৪ ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে ৬ জয়, ৭ ড্র ও ১টি ম্যাচে হেরেছে সেলেসাওরা। দরিভাল জুনিয়রের অধীনে শুরুটা হয়েছিল জয় দিয়ে। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারানোর পর স্যান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের সঙ্গে লড়াকু ম্যাচে ৩-৩ গোলে ড্র করে ব্রাজিল। তাই প্রত্যাশা ছিল কোপা আমেরিকা দারুণ কিছু করে দেখাবে ভিনিসিয়ুস-রাফিনিয়ারা। কিন্তু প্রত্যাশা তো দূরেই থাক, কাঙ্ক্ষিত ফলাফল পেতেও ব্যর্থ হয়েছেন তারা।

২০২৫ সালে দরিভাল জুনিয়রের মূল্য লক্ষ্য থাকবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। তবে বলা সহজ হলেও কাজটা মোটেও সহজ নয়। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে ব্রাজিলের সামনে রয়েছে কেবল ৬ ম্যাচ। ৬ ম্যাচে জয়-পরাজয় ও গোল ব্যবধানের হিসেব মিলিয়ে ব্রাজিলকে থাকতে হবে পয়েন্ট তালিকার সেরা ছয়ে।

মার্চে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের শুরুতেই দরিভাল জুনিয়রের শিষ্যদের কঠিন পরীক্ষা দিতে হবে। ২০ মার্চ শক্তিশালী কলম্বিয়া ও ২৫ মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। মূলত এ দুই ম্যাচের জয়-পরাজয় বদলে দিতে পারে অনেক হিসেব-নিকেশ।

দুই মাসের বিরতি দিয়ে ৫ জুন বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। একই মাসে ১০ প্যারাগুয়ের মুখোমুখি সেলেসাওরা। সেপ্টেম্বর ফের শুরু হবে বিশ্বকাপ বাছাইয়ে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা। পূর্বের ম্যাচগুলোতে সাফল্য ধরা দিলে আগেই নিশ্চিত হবে বিশ্বকাপের টিকিট। নয়তো তাকিয়ে থাকতে হবে শেষ দুই ম্যাচেও। ১০ সেপ্টেম্বর চিলি ও ১৫ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিযোগিতা।

২০২৫ সালে ব্রাজিলের ম্যাচের সূচি

তারিখ ম্যাচ
২০ মার্চ ব্রাজিল-কলম্বিয়া
২৫ মার্চ ব্রাজিল-আর্জেন্টিনা
৫ জুন ব্রাজিল-ইকুয়েডর
১০ জুন ব্রাজিল-প্যারাগুয়ে
১০ সেপ্টেম্বর ব্রাজিল-চিলি
১৫ সেপ্টেম্বর ব্রাজিল বলিভিয়া

ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২০২৫/টিএইচ/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ম্যাচ ফিক্সচার