Connect with us
ফুটবল

২০২৪ সালে বিশ্ব ফুটবলে যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি

All the games in world football in 2024, complete schedule
বছরজুড়ে ক্রীড়া প্রেমীদের জন্য অপেক্ষা করছে ফুটবলীয় মহাযজ্ঞ। ছবি- সংগৃহীত

ক্যালেন্ডারের পাতা উল্টে এলো ২০২৪ সাল। নতুন বছরজুড়ে ক্রীড়া প্রেমীদের জন্য অপেক্ষা করছে ফুটবলীয় মহাযজ্ঞ। প্রায় সব মহাদেশেই চলবে ফুটবলের সার্বক্ষণিক ব্যস্ততা৷ ইউরো, কোপা আমেরিকা থেকে শুরু করে চলতি বছরে রয়েছে আফ্রিকান নেশন কাপ ও এএফসি এশিয়ান কাপ৷

ইউরোপিয়ান লীগ ফুটবল মুলতবি থাকলেও জানুয়ারির দলবদলের বাজারে চলছে নতুন নতুন চমক৷ স্কোয়াডে শক্তিমত্তা বাড়াতে প্রায় প্রত্যেক দলই নেমে পড়েছে দলবদলের বাজারে৷ তবে দলবদল ছাড়াও ফুটবল উত্তেজনায় বাড়তি রসদ জোগাবে এবারের ইউরো ও কোপা আমেরিকা।

২০২৪ সালে বিশ্ব ফুটবলে যত খেলা

এএফসি এশিয়ান কাপ

নতুন বছরের শুরুতেই এশিয়ান মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর এএফসি এশিয়ান কাপ শুরু হবে ১২ই জানুয়ারি। মহাদেশীশ শ্রেষ্ঠত্বের মুকুট পরতে লড়াই করবে এশিয়া মহাদেশের ২৪টি দেশ। ২০২২ বিশ্বকাপের ভেন্যু কাতারেই হবে এবারের এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর। জমজমাট এই আসরের ফাইনাল হবে ১০ ফেব্রুয়ারি।

এএফসি এশিয়ান কাপ ও আফ্রিকান কাপ অফ নেশন্স

আফ্রিকান কাপ অফ নেশন্স

এশিয়ান ফুটবলীয় মহাযজ্ঞের মাত্র দুদিন পরেই শুরু হবে আফ্রিকান ফুটবলের লড়াই৷ ১৪ জানুয়ারি আফ্রিকান দেশ আইভরি কোস্টে ২৪টি দলের অংশগ্রহণে শুরু হবে আফ্রিকান কাপ অব নেশন্স (আফকন)। ৬ ভেন্যুতে অনুষ্ঠিত হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল গড়াবে ১২ ফেব্রুয়ারি।

মে-মাসের ক্লাব ফুটবলের উত্তেজনা

ফুটবলীয় উত্তেজনার দিক থেকে স্মরণীয় হয়ে থাকতে যাচ্ছে মে মাস। মে মাসের শুরুতে ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের শিরোপা নির্ধারণী ম্যাচগুলো হাজির হবে। মে মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহেই নিষ্পত্তি হবে শিরোপার লড়াই। ১৭ই মে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ ডে। ১৮ই মে বুন্দেসলিগার শেষদিন। ২৬ই মে পর্দা নামবে স্পেনিশ লা লিগা এবং ইতালিয়ান সিরি‘আ’ এর।

২৫ মে মাঠে গড়াবে এফএ কাপ ফাইনাল। চলবে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগের সেমিফাইনাল পর্ব।

জুন-জুলাইয়ে চ্যাম্পিয়ন্স লীগে থেকে ইউরো-কোপা আমেরিকা

জুন-জুলাইয়ে ফুটবলারদের পাশাপাশি ফুটবল প্রেমীদেরও কাটবে ব্যস্ত সময়৷ জুনের মাসের শুরুটাই হবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় চমক দিয়ে৷ জুনের ১ তারিখ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বসবে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল৷

চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল থেকে চোখ সরাতে না সরাতেই দরজায় কড়া নাড়বে ইউরো কাপ৷ ১৪ জুন জার্মানির ১০টি শহরে বসবে ২৪ দলের ইউরো ফুটবল আসর। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ জুলাই।

ইউরো চলাকালীন থেমে থাকবেন ল্যতিন ফুটবলও৷ জুনের ২০ তারিখ থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হবে ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকার ৪৮তম আসর। এ আসরে উত্তর এবং দক্ষিণ আমেরিকার মোট ১৬টি দেশ অংশগ্রহণ করবে৷ এরপর ১৪ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল৷

আগস্টে স্বরূপে ফিরবে ক্লাব ফুটবল

আর্ন্তজাতিক ফুটবলের ব্যস্ত সময় শেষে আগস্টে শুরু হবে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। এর আগেই জুন থেকে শুরু হবে গ্রীষ্মকালীন দলবদলের বাজার৷ দলবদল শেষেই প্রিমিয়ার লীগ, লা-লিগা, বুন্দেসলীগা, সিরিআ-এ ও লিগ ওয়ানের দিকে চোখ থাকবে ফুটবল প্রেমীদের৷

এক নজরে ২০২৪ সালের ফুটবল

এএফসি এশিয়ান কাপ (১২ জানুয়ারি-১০ ফেব্রুয়ারি)

আফ্রিকান কাপ অব নেশন (১৪ জানুয়ারি-১২ ফেব্রুয়ারি)

ইউরোপিয়ান ফুটবল শেষ ম্যাচডে (১৭ মে-২৬ মে)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (১ জুন)

উয়েফা ইউরো (১৪ জুন-১৪ জুলাই)

কোপা আমেরিকা (২০ জুন-১৪ জুলাই)

আরও পড়ুন: ২০২৪ সালে বাংলাদেশ ফুটবলের যত ব্যস্ততা 

ক্রিফোস্পোর্টস/০৮জানুয়ারি২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল