Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচে হৃদয়ের প্রথম সেঞ্চুরিসহ যত রেকর্ড

All the records in the Bangladesh-India match
বাংলাদেশ-ভারত ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে। ছবি- সংগৃহীত

গতকাল করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠেছে। আজ দুবাইয়ে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতকে ২২৯ রানে টার্গেট দিয়েছে টাইগাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়। অন্যদিকে ভারতের হয়ে বল হতে ফাইফারের দেখা পেয়েছেন পেসার মোহাম্মদ শামি। এতে প্রথম ইনিংসে বেশ কয়েকটি নতুন রেকর্ডও হয়েছে।

বাংলাদেশ-ভারতের প্রথম ইনিংসে যত রেকর্ড

তাওহীদ হৃদয়ের প্রথম ওয়ানডে সেঞ্চুরি

আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়। আর সেটিও এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় ইভেন্টে। ভারতের বিপক্ষে ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলার পাশাপাশি তিন অঙ্কের মাইলফলক ছুঁইয়েছেন এই ব্যাটার। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন হৃদয়। নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিতে তার প্রয়োজন হয়েছে ১১৪ বল, যেখানে ৬ চার এবং ২ ছক্কার মার ছিল।

ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি

এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৫ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ষষ্ঠ উইকেটে ২০৬ বলে ১৫৪ রানের জুটি গড়েন হৃদয় ও জাকের আলী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ বা তার নিচের উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান।এর আগে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটি ছিল ১৩১ রানের। যা হয়েছিল ১৯ বছর আগে।


আরও পড়ুন:

» হৃদয়ের সেঞ্চুরিতে দুইশোর্ধ্ব রানের পুঁজি পেল বাংলাদেশ

» চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফখরের, বদলি হিসেবে ডাক পেলেন যিনি 


কোহলির ১৫৬ ক্যাচ

প্রথম ইনিংসে ফিল্ডার হিসেবে দুটি ক্যাচ ধরেছেন বিরাট কোহলি। এত ওয়ানডেতে ভারতীয় ফিল্ডারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন এই তারকা। এতদিন শীর্ষে থাকা সাবেক তারকা মোহাম্মদ আজহারউদ্দিনের সমান ১৫৬টি ক্যাচ ধরেছেন কোহলি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শচীন টেন্ডুলকার। তিনি ধরেছেন ১৪০টি ক্যাচ। এছাড়া রাহুল দ্রাবিড় ১২৪ ও সুরেশ রায়না ১০২টি ক্যাচ ধরেছেন।

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামির ৬০ উইকেট

বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। এতে বিশ্বকাপ-চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশটির হয়ে সর্বোচ্চ ৬০ উইকেট শিকার করেছেন এই পেসার। ৫৯ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন সাবেক পেসার জহির খান।

শামির দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেট

বাংলাদেশের বিপক্ষে ফাইফার নিয়ে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ শামি। ম্যাচের হিসাবে এখন ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেট শিকারি এই পেসার। ১০৪ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন শামি। তার চেয়ে দুই ম্যাচ কম খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট